সাইফুদ্দিনের গল্প

সাইফুদ্দিনের গল্প

মো: সাইফ : “দিজ ম্যান ইজ আ সিরিয়াস এক্সপোনেন্ট অফ ইয়র্কার”-ধারাভাষ্যকার ইয়ান বিশপ কথাগুলো বলছিলেন সাইফুদ্দিন সম্পর্কে ! অনুর্ধ ১৯ দলের পেস বোলার এবং লোয়ার অর্ডার ব্যাটসম্যান সাইফুদ্দিন। বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বাংলাদেশের বিদায় হলেও যে কয়েকজনকে ভাবা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যত তারকা তাদের মধ্যে সাইফুদ্দিন একজন !

মারদাঙ্গা ক্রিকেটের সংস্করণ টিটুয়েন্টির জনপ্রিয়তায় বোলারদের উপর চলে চার ছয়ের নির্যাতন। ওয়ানডেতে এখন ৩০০ পেরুনো ইনিংস দেখা যাচ্ছে অহরহই। এসবই বলে দিচ্ছে যুগটা এখন ব্যাটসম্যানদের। বোলিং এ নতুনত্ব এবং বৈচিত্রতা না থাকলে টিকে থাকা মুশকিল। আইপিএল আলোড়ন সৃষ্টি করা মুস্তাফিজ জনপ্রিয়তা পেয়েছিলেন তার বিশেষ ডেলিভারি “কাটার” এর জন্যেই। আগামীর তারকা ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলার সাইফুদ্দিন এর বিশেষ ডেলিভারি হচ্ছে “ইয়র্কার”। ডেথ ওভারগুলোতে যার কার্যকারিতা এবং চাহিদা অনেক। তিনি সুইং এবং স্লোয়ার বল ছুড়তেও ওস্তাদ।

ইয়র্কার স্পেশালিস্ট সাইফুদ্দিন অবশ্য নিজেকে ব্যাটসম্যান হিসেবে পরিচিতি দিতে পছন্দ করেন। দলের ব্যাটিং কম্বিনেশনের কারনে যদিও তাকে ব্যাট করতে হয় লোয়ারঅর্ডারের ৭ কিংবা ৮ নাম্বারে। ঘরোয়া ক্রিকেটে সাধারনত বামহাতি এ ব্যাটসম্যান ৫ নাম্বার পজিশনে ব্যাটিং করে থাকেন। এর পাশাপাশি ইকোনোমিকেল বোলিং করে বিপক্ষ দলকে চাপে ফেলেন,যাতে করে স্পিনারদের উইকেট নেয়ার কাজটা সহজ হয়ে যায়।

মোহাম্মদ সাইফুদ্দিন
মোহাম্মদ সাইফুদ্দিন

ফেনী সহ আশেপাশের জেলাগুলোতে খেলতে গিয়ে সাইফুদ্দিন রপ্ত করেন “ইয়র্কার”। প্রতিনিয়ত চেস্টা করে যাচ্ছেন তার ইয়র্কারের কার্যকারিতা বৃদ্ধির জন্য। নেটে তাই করে যান বিরামহীন অনুশীলন। ১৯৯৬ সালের ১ নভেম্বর ফেনীতে জন্মগ্রহন করা সাইফুদ্দিন আদর্শ মনে করেন নিউজিল্যান্ড এর আরেক বিধ্বংসী অলরাউন্ডার কোড়ে এন্ডারসনকে। ইংল্যান্ডের বেনস্টোকসকেও তার পছন্দ। তাদের মতোই একদিন আরো বড় মঞ্চে হয়ত দেখা যাবে অনুর্ধ ১৯ দলের এ অলরাউন্ডারকে।

স্পিনারদের স্বর্গরাজ্য বাংলাদেশে বর্তমানে ভালো মানের পেসারদের দেখা মিললেও পেসবোলিং-অলরাউন্ডার এর দেখা সেভাবে মেলে না। ডেথ বোলিং এর প্রান ইয়র্কার ডেলিভারি স্পেশালিস্ট সাইফুদ্দিন শুধু বোলিং নয় পারেন দলের প্রয়োজনে যেকোনো মুহূর্তে ব্যাটিং এ রান করে অবদান রাখতে। সবেমাত্র অনুর্ধ ১৯ বিশ্বকাপ খেলা এ খেলোয়াড়কে নিবিড় তত্ত্বাবধানে রাখতে পারলে অদূর ভবিষ্যতে বাংলাদেশের পেসবোলিং অলরাউন্ডার না পাওয়ার আক্ষেপ হয়ত ঘুচবে। আগামীর তারকার আগমনে তাকিয়ে বাংলাদেশ !! favicon59

Sharing is caring!

Leave a Comment