লেবুতে লাবণ্যময়ী

লেবুতে লাবণ্যময়ী

আকলিমা আক্তার রিক্তা : সুন্দর হতে কে না চায় ? সৌন্দর্য্য সচেতন সকল নারীর সুন্দর ত্বক কাম্য। আর এর জন্য কতই না দৌড়ঝাঁপ। কিন্তু জানেন কী, আপনার হাতের খুব কাছেই থাকা লেবুর সৌন্দর্য চর্চায় রয়েছে অসাধারন গুণাগুন।


আসুন জেনে নিই সৌন্দর্য চর্চায় লেবুর গুণাগুন সম্পর্কে:

১. তৈলাক্তভাব দূর করতে :

ত্বকের তৈলাক্ত ভাব দূর করতে পরিমানমত শসার রস ও লেবুর রস মিশিয়ে মিশ্রণ তৈরি করে তুলার সাহায্যে ত্বকে লাগিয়ে ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এভাবে ত্বকের তৈলাক্ত ভাব দূর হয়ে ত্বকে আসবে সজীবতা।

এছাড়াও ত্বকের অতিরিক্ত তেল দূর করতে লেবুর রস ও দুধের মিশ্রণ কার্যকরী ভূমিকা রাখে। ১০ টেবিল চামচ তরল দুধের সাথে পরিমানমত লেবুর রস ভালভাবে মিশিয়ে নিয়ে পুরো মুখে ম্যাসাজ করুন ১০ থেকে ১৫ মিনিট। তারপর ধুয়ে ফেলুন। লেবু ত্বকের তেল দূর করে আর দুধ ময়েশ্চারাইজার ধরে রাখে।

lemon_PNG3877২. রুক্ষভাব দূরীকরন :

হাতের কনুই, পায়ের হাঁটু, পায়ের গোড়ালি, নখের কোণায় জমে থাকা ময়লা দূর করতে লেবুর রসের জুড়ি নেই। লেবুর রসের সঙ্গে চালের গুড়ো মিশিয়ে হাত পায়ে ১০ মিনিট ম্যাসাজ করুন। এতে ত্বকের রুক্ষতা দূর হবে এবং ত্বকে আসবে সজীবতা।

৩. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিঃ

রোদে পোড়া ত্বকে নিয়মিত লেবু ব্যবহার করলে ত্বকের কালো দাগ দূর হয়। লেবুর অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ভাইরাল উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়।

৪. ত্বকের কালোদাগ দূর করে :

ব্রণ থেকে সৃষ্ট ক্ষত, কালোদাগ ইত্যাদি দূর করায় কার্যকর হল লেবুর রস।লেবুতে বিদ্যমান অ্যান্টি-অক্সিডেন্ট ত্বকের ভাঁজ ও দাগ দূর করে। লেবুতে থাকা ভিটামিন-সি ত্বকের ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া দূর করে। এছাড়াও বয়সজনিত দাগ দূর করে লেবু।

৫. ত্বক ফর্সা করেঃ

পরিমানমত লেবুর রস পরিমানমত মধুর সাথে মিশিয়ে নিন। এই মিশ্রণ টি ১৫ মিনিট মুখে লাগিয়ে রাখুন। তারপর টানটান ভাব এলে ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন। তবে শীত মৌসুমে কুসুম গরম পানিতেও ধুতে পারেন। মধু ত্বক উজ্জ্বলকারী উপাদান।এই মিশ্রণটি ত্বক ফর্সা করায় কার্যকরী ভূমিকা রাখে।

সৌন্দর্য চর্চায় লেবুর জুড়ি নেই। ত্বকের কালোদাগ দূর, ব্রণ ও বয়সের ছাপ দূর, তৈলাক্তভাব দূর, রূক্ষভাব দূর, রোগপ্রতিরোধ ও ত্বকের রঙ ফর্সা ও মাধুর্যময় করতে লেবুর রয়েছে অসাধারন ক্ষমতা।সারাদিন ব্যস্ততার পর সামান্য একটু সৌন্দর্য চর্চার মাধ্যমে আপনিও পেতে পারেন সুস্থ ও হাস্যজ্বল মুখ ও ত্বক।

মডেল: জে এফ মুনিয়া
ফটোগ্রাফি : এস এম রাসেল favicon5

Sharing is caring!

Leave a Comment