একটুখানি টমেটোর রস, রুখবে রূপের ধস

একটুখানি টমেটোর রস, রুখবে রূপের ধস

রবিউল কমল : আয়নায় নিজের মুখ দেখলেই নিজের উপর বিরক্তি চলে আসে। ত্বকে আগের সেই উজ্জ্বলতা বা লাবণ্য নেই। তবে আপনি চাইলে ঘরে বসেই আপানার ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে পারবেন। সেজন্য আপনাকে সাহায্য করতে পারে টমেটো। কীভাবে টমেটো ব্যবহার করে ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনবেন সে ব্যাপারে আপনার জন্য রইল কিছু বিশেষ পরামর্শ।


Drink-Tomato-Juiceত্বকের পোড়াভাব :

  • আপনাকে সারাদিন বাইরে ঘোরাঘুরি করতে হয়, তাই আপনার ত্বকে ছোপ ছোপ পোড়াভাব হয়েছে। এ নিয়ে দুশ্চিন্তা করে সময় নষ্ট না করে প্রতিদিন ঘরে ফিরে মুখে, গলায় ও হাতে টমেটোর রস লাগান। শুকিয়ে গেলে আরো একবার লাগান। ২০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে নিয়মিত ব্যবহার করলে রোদে পোড়া দাগ আর থাকবে না।

ব্রণের দাগ :

  • আপনার মুখে প্রচুর ব্রণের দাগ। ভয় পাবেন না, মুখভর্তি দাগ বা ব্রণ দূর করতে টমেটোর রস খুবই উপকারী। কাঁচা হলুদ আর মধুর সঙ্গে টমেটোর রস মিশিয়ে প্যাক তৈরি করে সপ্তাহে তিনদিন ত্বকে ব্যবহার করুন। দাগ আর ব্রণ দূর হবে সহজেই। আর ত্বক ফিরে পাবে তার স্বাভাবিক উজ্জ্বলতা।

চোখের কালো দাগ :

  • আপনার চোখের চারপাশে কালো দাগ পড়েছে, কালো দাগে বুড়িয়ে যাচ্ছে ত্বক। এ থেকে মুক্তি পেতে এক চামচ টমেটোর রস, এক চিমটি হলুদ গুঁড়া আর সামান্য বেসন মিশিয়ে পেস্ট বানিয়ে দাগের ওপর প্রলেপ লাগান। শুকিয়ে গেলে হালকা ম্যাসাজ করে তুলে ফেলুন। তারপর পানি দিয়ে ধুয়ে নিন। নিয়মিত ব্যবহারে কালো দাগ দূর হয়ে যাবে।

স্ক্রাব :

  • ভালো স্ক্রাবের কাজ করে টমেটো। তাই আধা ভাঙা চালের গুঁড়ার সঙ্গে টমেটোর রস ও মধু মিশিয়ে ত্বক ম্যাসাজ করুন ৫ মিনিট। এরপর ধুয়ে নিন। সপ্তাহে ২ দিন সারা শরীরের এভাবে স্ক্র্যাব করুন। আপনার ত্বকের উজ্জ্বলতা ফিরে আসবে।

ময়েশ্চারাইজার :

  • শুষ্কতা দূর করতে টমেটো দিয়ে ঘরেই বানিয়ে ফেলতে পারেন ময়েশ্চারাইজার। টমেটোর রসের সঙ্গে সমপরিমাণ মধু মিশিয়ে ত্বকে লাগান। ১০ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন ত্বক হবে মসৃণ।

সুন্দর ত্বকের মাধ্যমে খুব সহজেই নিজেকে অন্যের কাছে আকর্ষণীয় করা যায়, তাই ত্বক রাখুন মসৃণ, উজ্জ্বল এবং লাবণ্যময়ী। আর এজন্য টমেটো হতে পারে আপনার খুব কাছের বন্ধু।

তথ্যঋণ: টাইমস অব ইন্ডিয়া favicon

Sharing is caring!

Leave a Comment