নখ সুন্দর তো চেহারা সুন্দর

নখ সুন্দর তো চেহারা সুন্দর

আকলিমা আক্তার রিক্তা :

মিলবো নয়ন তব নয়নেরও সাথে
মিলাব এ হাত তব দক্ষিণ হাতে
___________________রবীন্দ্রনাথ ঠাকুর।

মিলানোর জন্য যেমন সুন্দর হাত প্রয়োজন, তেমনি সুন্দর হাতের জন্য সুন্দর নখ প্রয়োজন। তাই রোজ রূপচর্চার অংশ হিসাবে ত্বক, চোখ, দাঁত, চুলের মত নখও সমান যত্নের দাবি রাখে। ভেবে দেখুন তো, আপনি চেহারা সুন্দর রাখার জন্য যতটা তৎপর, নখের সুন্দর্য নিয়ে কী ততটা ভাবেন ? যদি না ভেবে থাকনে তো নিজের হাত, পায়ের নখের সাথে খুব অবিচার করছেন! যার ফলে নখ ভেঙ্গে যাচ্ছে, নখে ময়লা জমছে, ছত্রাক জন্মাচ্ছে; অথচ আপনি সে ব্যাপারে উদাসীন। জেনে নিন হাত ও পায়ের নখের সৌন্দর্য রক্ষার্থে করনীয় বিষয়সমূহঃ


long-strong-nailsহাতের নখের পরিচর্যা :

  • হাতের নখ সর্বদা শুকনো রাখবেন। ভেজা নখে ব্যাকটেরিয়া, ফাঙ্গাস জন্মায় যা থেকে ইনফেকশন হয়।
  • সবসময় নেইলপলিশ ব্যাবহার করবেন না।নখেরও আলো বাতাস প্রয়োজন। তাই মাঝে মাঝে ১ সপ্তাহ বা ২ সপ্তাহ পর পর নখ কে নেইলপলিশ মুক্ত রাখুন।এতে নখের রঙ নষ্ট হবেনা।
  • অকারনে বা শক্ত কোনকিছু্র সাথে আঘাত লেগে নখ ভেঙ্গে গেলে তা কখনোই টেনে ছিঁড়বেন না।এতে নখের শেপ নষ্ট হয়ে যায়। বরং নেইলকার্টার দিয়ে কেটে নিবেন।
  • নখকে সুস্থ রাখার জন্য প্রতিদিন বাসায় মেনিকিউর করে নিতে পারেন। মেনিকিউর ক্লিপার দিয়ে নখ কেটে নেইল ফাইলার দিয়ে শেপ করে নিতে পারেন।
  • অতিরিক্ত রিমুভার ব্যবহারে নখের ন্যাচারাল ময়েশ্চার নষ্ট হয়ে যায় এবং নখ শুষ্ক হয়ে যায়। তাই অতিরিক্ত রিমুভার ব্যবহার করবেন না।
  • সম্ভব হলে প্রতিদিন রাতে ঘুমানোনার আগে ময়েশ্চারাইজার দিয়ে ম্যাসাজ করে নিন। এতে নখ সুস্থ থাকবে।
  • সাবান হাতের ত্বকের সাথে সাথে নখের ময়েশ্চার নষ্ট করে দেয়। তাই সাবান দিয়ে হাত ধোয়ার পর নখে লোশন লাগিয়ে নিন।

 

পায়ের নখের পরিচর্যা :

  • পায়ের নখে ছত্রাকের আক্রমন বেশী হয়। এই আক্রমণ থেকে বাঁচার জন্য লবন এর ব্যাবহার উত্তম।একটি পাত্রে পা ভিজবে এমন পরিমান কুসুম গরম পানি নিন।প্রতি কাপ পানিতে এক চা চামচ লবন মেশান।ঐ পানিতে পা ২০ মিনিট ভিজিয়ে রাখুন। নিয়মিত এর ব্যবহার ছত্রাক নির্মুল করবে।
  • রাতে ঘুমাতে যাওয়ার আগে পায়ের নখেও ময়েশ্চারাইজার ক্রিম বা লোশন লাগাবেন।
  • পায়ের নখে অতিরিক্ত রিমুভার ও নেইলপলিশ ব্যাবহার করা থেকে বিরত থাকুন।

 

সৌন্দর্যের একটি গুরুত্বপূর্ন অংশ হল নখ। তাই নখের যত্ন জানা জরুরী। প্রতিদিন নখের যত্ন করলে নখ থাকবে সুন্দর, ন্যাচারাল এবং সুস্থ। favicon

Sharing is caring!

Leave a Comment