রূপের টনিক টমেটো

রূপের টনিক টমেটো

রিক্তা রিচি : শুরু হয়ে গেল ফেব্রুয়ারি মাস। আর কিছুদিন পরেই বসন্ত বরণে মেতে উঠবে বাঙালী। তাছাড়া ভালবাসা দিবস তো আছেই। এই বিশেষ দিনগুলোতে নিজেকে প্রিয়জনের কাছে আকর্ষনীয় করতে প্রয়োজন সৌন্দর্যচর্চা। কথায় আছে “আগে দর্শনধারী, পরে গুণবিচারী”। আর সৌন্দর্যচর্চায় টমেটোর রয়েছে বিশেষ ভূমিকা। টমেটো অতি পরিচিত একটি সবজি যা দেখতেও আকর্ষনীয়। শীতকালীন সবজি হিসেবে খ্যাত হলেও প্রায় সারাবছর জুড়ে টমেটো পাওয়া যায়। টমেটো সবজি হিসেবে যেমন দারুন জনপ্রিয় তেমনি সৌন্দর্যচর্চায়ও এর অগ্রগণ্য ভুমিকা রয়েছে।


Tomatoesআসুন জেনে নিই সৌন্দর্যচর্চায় টমেটোর ব্যবহার

১) ত্বকের কালচে ভাব দূর

  • ত্বকের কালচে ভাব, পোড়া ভাব দূর করার জন্য বাইরে থেকে ফিরে মুখ, গলা, হাতে টমেটোর রস লাগান। শুকিয়ে গেলে আরো একবার লাগান। এভাবে ২০ মিনিট রেখে দিন। নিয়মিত বাবহারে কালচেভাব চলে যাবে।

২) ব্রণ দূরীকরন

  • মুখের ব্রণ সমস্যায় অধিকাংশ তরুন তরুনী ভোগেন। ব্রণ দূরীকরনে টমেটোর রস, কাঁচা হলুদ আর মধু মিশিয়ে প্যাক তৈরী করে ত্বকে ব্যবহার করুন। ব্রণ তাড়াতে প্যাকের সাথে নিমপাতা বাটা মিশিয়ে নিন।

৩)  ত্বক পরিষ্কার করতে

  • ত্বক পরিষ্কার করতে বেসন বা উপটানের সঙ্গে টমেটোর রস মিশিয়ে ২০/২৫ মিনিট রেখে ধুয়ে নিন। ভেতর থেকে ত্বক পরিষ্কার হয়ে যাবে।

৪) স্ক্রাবার হিসেবে কাজ করে

  • টমেটো ভালো স্ক্রাবের কাজ করে। তাই চালের গুড়ার সঙ্গে টমেটোর রস ও মধু মিশিয়ে ত্বকে ম্যাসাজ করুন ৫/৬ মিনিট। তারপর ধুয়ে নিন। সপ্তাহে ২ বার ব্যবহার করলে ভালো ফলাফল পাবেন।

৫) চোখের নিচে কালোদাগ ও বয়সের ছাপ দূর

  • চোখের নিচে কালোভাব দূর করতে, বয়সের ছাপ দূর করতে ১ চা চামচ টমেটোর রসের সাথে ১ চিমটি হলুদগুড়া, অল্প পরিমানে বেসন একত্রে মিশিয়ে পেস্ট তৈরী করুন। কালোদাগের উপরে লাগান। শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। ধোয়ার সময় হালকা ম্যাসাজসহ ধুলে ভালো উপকার পাবেন।

৬) ত্বকের শুষ্কতা দূরীকরনে

  • ত্বকের শুষ্কতা দূরীকরনে ঘরেই তৈরী করে নিন ময়েশ্চারাইজার। টমেটোর রসের সঙ্গে সমপরিমান মধু মিশিয়ে ময়েশ্চারাইজার বানিয়ে নিন। তারপর ত্বকে লাগান। ১০/১৫ মিনিট অপেক্ষা করে টান টান ভাব হলে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। ত্বক মসৃন ও উজ্জ্বল হবে।

প্রবাদ আছে “নারীর বয়স তার দেহে আর পুরুষের বয়স তার মনে”। এখান থেকেই অনুমেয় নারীর সৌন্দর্য়চর্চা কতটা জরুরী। সুন্দর ও লাবন্যময় ত্বকের অধিকারী নারীই পুরুষের পছন্দ। তবে একথা অবশ্যই মাথায় রাখা উচিত যে, সৌন্দর্য গায়ের রঙ্গে নয় সৌন্দর্য ত্বকের সুস্থতার উপর নির্ভর করে। তাই প্রতিদিন নিজের ত্বকের যত্ন নিন, ভাল থাকুন।Moscatel T39

Sharing is caring!

Leave a Comment