ঘুমের আগে একটুখানি…

ঘুমের আগে একটুখানি…

রিক্তা রিচি : রাতারাতি আপনার ত্বক হবে উজ্জ্বল ও লাবণ্যময়, আর সকালে ঘুম থেকে উঠে দেখবেন আপনি হয়ে গেছেন রাজকণ্যার মতো সুন্দরী! কী অদ্ভূত কথা! এটাও কী সম্ভব? হ্যাঁ, সম্ভব। যদি আপনি রাতে ঘুমানোর আগে কিছু টিপস মেনে চলেন তাহলেই সম্ভব। এখানে রূপচর্চার কিছু বিষয় আছে যা অনুসরণ করলে আপনি পাবেন দীপ্ত ও সুন্দর ত্বক মাত্র ১৫ দিনে।


১. চোখের নিচের বলিরেখা

চোখের নিচের বলিরেখা খুব দ্রুত দূর করতে ডিমের সাদা অংশ, এক চা চামচ অলিভ অয়েল এবং ৩/৪ ফোটা গোলাপজল মিশিয়ে নিন। যেখানে বলিরেখা বেশী সেখানে এটি ব্যবহার করুন এবং তা সারারাত রেখে দিন। ১৫ দিন নিয়মিত এটি ব্যবহার করুন, দূর হবে বলিরেখা।

২. ঝলমলে চুলের জন্য

সকালে আপনি হয়তো দেখেন চুল কুচকে আছে। তা দেখে দুঃচিন্তিত হওয়ার দরকার নেই যদি বিছানায় যাওয়ার পূর্বে আপনি শুষ্ক চুলে কন্ডিশনার ব্যবহার করেন। সারারাত রেখে পরদিন সকালে তা ধুয়ে ফেলুন।

৩. চোখের পাঁপড়ির সৌন্দর্য

১৫ দিনে মোটা চোখের পাঁপড়ি পেতে চাইলে আপনার চোখের পাঁপড়িতে মাসাকারা ব্রাশ করুন। তবে তার আগে অলিভ অয়েল দিয়ে নিন। এক্ষেত্রে আপনি নারকেল তেল বা ক্যাস্টর অয়েলও ব্যবহার করতে পারেন। এভাবে ১৫ দিন নিয়মিত ব্যবহার করুন।

৪. নমনীয় ঠোঁট পেতে

ঘুমানোর আগে আপনার ঠোটকে অলিভ অয়েল ও লবন দিয়ে ম্যাসাজ করুন। এভাবে সারারাত রেখে দিন। সকালে ঘুম থেকে উঠে আপনার নরম ও নমনীয় ঠোট দেখে নিজেই অবাক হয়ে যাবেন।

৫. সুন্দর নখ

আপনার নখে এবং বহিঃত্বকে সামান্য নারকেল তেল ব্যবহার করুন এবং তা ধীরে ধীরে ম্যাসাজ করুন। পরদিন সকালে নরম বহিত্বকের সুন্দর নখ পাওয়ার জন্য এটি সারারাত রেখে দিন।

৬. দীপ্তিময় ত্বক

সকালে সতেজ এবং দীপ্তিময় ত্বক পাওয়ার জন্য স্কিন টোনার দিয়ে আপনার ত্বক মুছে নিন-যেমন গোলাপজল। তারপর নারকেল তেল একটু গরম করে পরিমাণমতো দুধের সাথে মিশিয়ে নিয়ে তা ব্যবহার করুন। এটি ভিতর থেকে আপনার ত্বকে পুষ্টি যোগাবে এবং বয়সের ছাপ থেকে মুখকে রক্ষা করবে।

৭. কোমল হাত

হাতকে কোমল রাখতে গ্লিসারিনের সাথে গোলাপজল মিশিয়ে হাতে ম্যাসাজ করুন। এক চা চামচ গ্লিসারিনের সাথে এক চা চামচ গোলাপজল মিশিয়ে নিন। বিছানায় যাওয়ার আগে ধীরে ধীরে তা হাতে ম্যাসাজ করুন। পুরো রাত রেখে দিয়ে সকালে তা ধুয়ে ফেলুন। রাতে আপনি হাতে একজোড়া গ্লাভসও পরে নিতে পারেন।

বোল্ডস্কাই অবলম্বনে রচনা  : রিক্তা রিচি
মডেল : জিনিয়া নূর

ফটোগ্রাফি : এস এম রাসেল favicon59

Sharing is caring!

Leave a Comment