চুল গজানোর তিন উপাদান

চুল গজানোর তিন উপাদান

  • লাইফস্টাইল ডেস্ক

চুল ক্রমশ ঝরে যাচ্ছে, কিন্তু গজাচ্ছে না। দুশ্চিন্তায় মাথা খারাপ অবস্থা আপনার। মাথায় নতুন চুল গজাতে কত কিছুই না ব্যবহার করছেন! কিন্তু লাভ হচ্ছে না। অথচ প্রাকৃতিক কিছু উপাদান রয়েছে, যেগুলো আসলেই নতুন চুল গজানোয় ভালো ভূমিকা রাখতে পারে। মেটা গার্লি ওয়েবসাইটের এই পরামর্শগুলো একবার দেখে নিতে পারেন।

যা যা লাগবে

ক্যাস্টর অয়েল দুই টেবিল চামচ

ডিমের কুসুম একটি

মধু এক টেবিল চামচ

যেভাবে ব্যবহার করবেন

প্রথমে একটি প্যানে ক্যাস্টর অয়েল, ডিমের কুসুম ও মধু একসঙ্গে মিশিয়ে অল্প আঁচে গরম করুন। এবার এই প্যাক ঠান্ডা করে মাথায় হালকা করে ম্যাসাজ করুন। পুরো চুলে এই প্যাক লাগিয়ে একটি শাওয়ার ক্যাপ দিয়ে ঢেকে তিন ঘণ্টা অপেক্ষা করুন। এরপর পানি দিয়ে ভালো করে চুল ধুয়ে ফেলুন। শ্যাম্পু করার প্রয়োজন নেই। ভালো ফল পেতে টানা দুই মাস সপ্তাহে অন্তত দুবার এই প্যাক মাথায় লাগান। দেখবেন, আপনার মাথায় অনেক দ্রুত নতুন চুল গজাবে।

উৎস : মেটাগার্লি ডটকম ।favicon59

Sharing is caring!

Leave a Comment