ত্বকের সৌন্দর্য অটুট রাখতে

ত্বকের সৌন্দর্য অটুট রাখতে

  • রিক্তা রিচি

বয়সের সাথে সাথে আমাদের ত্বক উজ্জলতা হারিয়ে হয়ে যায় নির্জীব। ত্বকে বাসা বাধে বয়সের ছাপ, বলিরেখা ইত্যাদি। তবে ত্বকের উজ্জলতা হারানোর জন্য শুধু বয়স নয়, দূষণ-স্ট্রেস- অস্বাস্থ্যকর জীবনযাত্রাও দায়ী। ত্বকের উজ্জলতা একবার হারিয়ে গেলে তা সহজে ফিরে পাওয়া যায়না। তাই প্রথম থেকেই ত্বকের সঠিক যত্ন নেওয়া প্রয়োজন। ত্বকের উজ্জলতা, সজীবতা ধরে রাখতে প্রতিদিন ব্যবহার করুন কয়েকটি ফেইসপ্যাক। যা ঘরে বসেই খুব সহজে তৈরী করা যায়। আর এই প্যাকগুলো আপনার ত্বকের উজ্জলতা ধরে রাখতে সহায়তা করবে।

১) কলার প্যাক

পাকা কলা, মধু এবং অলিভ অয়েল একত্রে মিশিয়ে তৈরি করুন কলার প্যাক। ত্বকের নমনীয়তা বৃদ্ধি, কোমলতা ধরে রাখা এবং ত্বকের রুক্ষতা দূর করতে এই প্যাকটি খুবই কার্যকরী। এছাড়া এটি মৃত কোষ সারাতে সহায়তা করে।

২) কমলার খোসা

ত্বকের উজ্জলতা বৃদ্ধিতে কমলার খোসা দারুণ কাজ করে। শুকনো কমলার খোসা দুধ অথবা গোলাপজলের সাথে মিশিয়ে একটি প্যাক তৈরী করে নিন। এই প্যাকটি এক্সফোলিয়েটর হিসেবে ব্যবহার করুন। কমলার খোসায় বিদ্যমান সাইট্রিক এসিড ত্বকের মৃত কোষ দূর করে ত্বকে নতুন কোষ তৈরীতে সাহায্য করবে।

৩) তরমুজের রস

তরমুজের রসের সাথে লেবুর রস ও শসার রস সমপরিমানে মিশিয়ে প্যাক তৈরী করে নিন। তারপর তা ত্বকে ব্যবহার করুন। তরমুজে রয়েছে লিকোফেইন উপাদান যা ত্বকের বলিরেখা, চোখের চারপাশের কালো দাগ, বয়সের ছাপ দূর করতে সহায়তা করবে।

৪) আভাকাডো এবং মধুর ফেইসপ্যাক

ডঃ ওরডন বলেন আভাকাডো এবং মধু মিশ্রিত এই প্যাকটি রোগীরা বেশ পছন্দ করে থাকেন। কারন এটি  ত্বকে দ্রুত কাজ করে। এই বিশেষ প্যাকটি তৈরী করতে তিন টেবিল চামচ ফ্রেশ ক্রিম, এক চতুর্থাংশ আভাকাডোর পেস্ট, এক টেবিল চামচ মধু মিশিয়ে নিন। তারপর ত্বকে ব্যবহার করুন। কছুক্ষন পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বকে বয়সের ছাপ পড়া রোধ করে এবং ত্বকের মসৃনতা ধরে রাখে।

৫) পেঁপে

পেঁপে এবং মধু মিশিয়ে প্যাক তৈরী করে ত্বকে ভালো করে লাগিয়ে নিন। শুকানোর পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। পেঁপের আলফা-হাইড্রোক্সি উপাদান প্রাকৃতিক স্ক্রাবের কাজ করে এবং ত্বকে পুষ্টি যোগায়।

হাতের কাছের উপাদান দিয়ে ঘরেই তৈরী করতে পারেন এসব ফেইসপ্যাক যা আপনার ত্বকের সৌন্দর্য রক্ষায় বিশেষ ভূমিকা রাখবে। এসব প্যাক দিয়ে নিয়মিত রূপচর্চার মাধ্যমে ত্বককে রাখুন ফ্রেশ ও সুন্দর এবং সকলের চোখে হয়ে উঠুন অনন্যা।

favicon59ফিচার মডেল: শর্মী।
ফটোগ্রাফি: এস এম রাসেল।

Sharing is caring!

Leave a Comment