বইয়ের যত্ন

বইয়ের যত্ন

রবিউল কমল: আপনি হয়তো বই পড়তে খুব ভালবাসেন, তাই বইয়ের দোকানে গেলে কখনো খালি হাতে ফেরেন না।ফলে বাড়িতে বইয়ের সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে। কিন্তু বেশ কয়েক বছর আগে কেনা সাধের বইটা হাতে নিয়ে পাতা ওলটাতেই দেখলেন বইটার বেশ কয়েকটা পাতা পোকায় কেটে দিয়েছে! বইয়ের এই অবস্থা দেখে আপনার মনটাও খুব খারাপ হয়ে গেল। তাই শুধু বই কিনে সাজিয়ে রাখলেই হবে না বইয়ের একটু যত্নও নিতে হবে। বই ভাল রাখতে বইয়ের যথাযথ যত্নের কোনো বিকল্প নেই। কিন্তু কীভাবে নেবেন বইয়ের যত্ন? জেনে নিন সহজ কিছু টিপস।

কী করবেন?

প্রথমে আসি স্টোরিং-এর কথায়। বই দীর্ঘ দিন ধরে ভাল রাখতে হলে সঠিক উপায়ে স্টোর করা খুবই গুরুত্বপূণ। বই ঘরের এমন স্থানে রাখুন যেখানে সরাসরি সূর্যের আলো পৌঁছায় না। তাহলে বইয়ের রং ও লেখা হালকা হয়ে যাবে না। ঠান্ডা ও শুষ্ক স্থানে বই রাখুন তাহলে বইয়ে ড্যাম্প ধরবে না। যে বইগুলো কম পড়েন সেগুলো ওপরের তাকে রাখুন আর দরকারি বইগুলো নিচের তাকে রাখুন, তাহলে প্রয়োজনের সময় হাতে নিতে সুবিধা হবে। সেলফে বই সাজানোর সময় উচ্চতা অনুযায়ী (ছোট থেকে বড়) সাজান তাহলে দেখতে যেমন ভাল লাগবে নামাতেও তেমনি সুবিধা হবে। সবচেয়ে ভাল হয় যদি কাঁচের পর্দা দেওয়া তাক বানিয়ে নিতে পারেন। এতে ধুলা জমার সম্ভাবনা কম থাকবে। বই পড়ার সময় অবশ্যই পরিষ্কার ও শুকনো হাতে বই ধরবেন। অনেকেরই বই পড়তে পড়তে বইয়ের পাতা ভাঁজ করে রাখার বদ অভ্যাস থাকে, এতে বইয়ের পাতা ছিড়ে যেতে পারে। তাই পাতা ভাঁজ করে রাখার পরিবর্তে পেজমার্কার ব্যবহার করুন। পুরনো বইয়ের পাতা ছিড়তে শুরু করলে নতুন করে আবার বাঁধিয়ে নিন তাহলে আরো কয়েক বছর বই ভাল থাকবে। বইয়ের কাছে চা বা কফি রাখবেন না এতে চা বা কফি পড়ে গিয়ে বইতে দাগ হতে পারে। বই বাঁধাতে যে আঠা ব্যবহার করা হয় তাতে অনেক সময় পোকা হতে পারে, তাই বইয়ের তাকে ন্যাপথলিনের বল, শুকনো মরিচ বা নিমপাতা জাতীয় কিছু রাখতে পারেন, তাহলে বইয়ে পোকা হবে না।

বিশেষ টিপস:

  • বই সবসময় যত্নসহকারে ব্যবহার করবেন।
  • সপ্তাহে অন্তত একদিন ধুলা ঝাড়তে পারলে ভাল হয়।
  • বই পড়া শেষে যেখান থেকে নিয়েছেন সেখানেই রাখুন।
  • বই ভাঁজ করে পড়বেন না এতে বইয়ের পাতা খুলে যেতে পারে। favicon

Sharing is caring!

Leave a Comment