ঝকঝকে গয়নার জন্য

ঝকঝকে গয়নার জন্য

রবিউল কমল : গয়না কে না ভালবাসে? সাজগোজের বড় একটি অংশ জুড়ে থাকে গয়না। আজ জানাব গয়না সুন্দর ও ঝকঝকে রাখার কিছু বিশেষ আইডিয়া।

সোনায় সোহাগা : আমাদের দেশে কম বেশি সবাই সোনার গয়না ব্যবহার করে। সোনার গয়নার আভিজাত্য ফেরাতে এক বাটি ক্লাব সোডাতে কয়েক ফোঁটা ডিশ ওয়াশ মেশান। তারপর একটি ছাঁকনিতে সোনার গয়না রেখে ছাঁকনিটা মিনিট পাঁচেক বাটিতে ডুবিয়ে রাখুন। এবার একটি নরম টুথব্রাশ দিয়ে হালকা ভাবে ঘষে ময়লা তুলে ফেলুন। এরপর গয়নাগুলো নরম কাপড় দিয়ে মুছে ফেলুন। দেখবেন সোনার গয়না নতুনের মতো চকচক করছে।

ট্রেন্ডি রূপা : রূপার গয়না সহজেই কালো হয়ে যায়। রূপা পরিষ্কার করার জন্য হালকা গরম পানিতে কয়েক ফোঁটা ডিশ ওয়াশ মিশিয়ে নিন। এবার একটি নরম কাপড় এতে ডুবিয়ে পানি নিংড়ে গয়নাগুলো ঘষুন। গয়নার কালভাব বেশি থাকলে তিন ভাগ বেকিং পাউডারের সাথে এক ভাগ পানি মিশিয়ে পেস্ট বানান। এবার পেস্টে গয়নাগুলো হালকা ভিজিয়ে ঘষুন। খুব দ্রুত উজ্জ্বলতা ফিরে আসবে।

মোহময়ী মুক্তা : মুক্তা সহজেই তার উজ্জ্বলতা হারিয়ে ফেলে। মুক্তা পরিষ্কার করার জন্য হালকা গরম পানিতে কয়েক ফোঁটা শ্যাম্পু মিশিয়ে নিন। এবার মেকআপের ব্রাশ অথবা তুলি ডুবিয়ে একটি একটি করে মুক্তা পরিষ্কার করুন। আধা শুকনো নরম কাপড় দিয়ে মুক্তা মুছে ফেলুন। মুক্তা পরিষ্কার হয়ে যাবে। আর হ্যাঁ মুক্তার গয়না ব্যবহারের পর সুতির রুমাল, পারডার বা পারফিউম দিয়ে ঘাম মুছে তুলে রাখুন।

সত্নে থাকুক আপনার গয়না, সংসার হোক সুখের। favicon5

Sharing is caring!

Leave a Comment