মন জয় করার ম্যাজিক

মন জয় করার ম্যাজিক

আকলিমা আক্তার রিক্তা : প্রশংসা শুনতে সবাই পছন্দ করে, আর সেই প্রশংসা যদি হয় প্রিয় মানুষের মুখ থেকে তাহলে তো কথাই নেই। এই প্রশংসা শোনার ব্যাপারে নারীরা বরাবর এগিয়ে, তবে পুরুষও কিন্তু কম যায় না! তাহলে চলুন আজ বরং প্রিয় মানুষের মন জয় করা যাক।


১. আমার দেখা সেরা পুরুষ

  • আপনার প্রিয় পুরুষটিকে জানিয়ে দিন, তিনি আপনার দেখা বিশ্বের শ্রেষ্ঠ পুরুষ। অন্য অনেকের বিবেচনায় সে হয়তো সেরা পুরুষ নয়, কিন্তু আপনার জীবনে নিশ্চয় সে সেরা। তাই কথাগুলো বুকে চেপে না রেখে মিষ্টি কথার ভাজে জানিয়ে দিন। দেখবেন আপনার প্রতি তার ভালোবাসা আরো বেড়ে গেছে।

২. তার সৌন্দর্য ও ব্যক্তিত্ব

  • মিথ্যা বলা অন্যায়, কিন্তু কখনো কখনো একটা মিষ্টি মিথ্যা সত্য সম্পর্ককে হাজারগুণ সত্য করে তোলে। তাই প্রিয়জনকে খুশি করতে একটা দু-একটা মিষ্টি মিথ্যা বলাই যায়। আপনার পছন্দের পুরুষটি নিঃসন্দেহে ব্যক্তিত্ববান এবং সুন্দর। যদি কিছুটা কম সুন্দরের অধিকারীও হয়, আপনি তার সৌন্দর্য এবং ব্যক্তিত্বের দারুনভাবে প্রশংসা করুন। তার হাসির প্রশংসা করুন। চোখের প্রশংসা করুন। হেয়ার স্টাইলের প্রশংসা করুন। দেখবেন সম্পর্কটা আরও মধুর হচ্ছে।

৩. তার বন্ধুদের প্রশংসা

  • অনেক মেয়েরাই ভাবেন যে, সঙ্গীর বন্ধুদের প্রশংসা করলে হিতে বিপরীত হতে পারে। কিন্তু না। বরং আপনি যদি প্রিয় মানুষটির কাছে তার বন্ধুদের প্রশংসা করেন তাহলে সে খুশি হবে। আপনি যে সুন্দর মনের অধিকারী তা বুঝতে পারবে আপনার প্রিয় পুরুষটি।

৪. তার মায়ের প্রশংসা

  • প্রতিটা ছেলেরই মায়ের প্রতি অন্যরকম ভালবাসা থাকে। হতে পারে কম বা বেশী। গার্লফ্রেন্ড বা স্ত্রীর মুখ থেকে মায়ের প্রশংসা শুনলে প্রতিটি পুরুষ খুশি হয়। হতে পারে তার মা অতটা প্রশংসার দাবীদার না, তবুও বেশী করে প্রশংসা করুন। দেখবেন ধীরে ধীরে সে আপনার মন জয় করার চেষ্টা করবে। আপনিও প্রশংসা পাবেন।

৫. তার দেয়া উপহারের প্রশংসা

  • প্রিয় মানুষটির দেয়া উপহার নিঃসন্দেহে আপনার কাছে অতি মুল্যবান। মাঝে মাঝে তার দেয়া উপহার যেমন: জুতা, জামা, শো-পিস ইত্যাদি হয়ত আপনার ভাল নাও লাগতে পারে। তার পছন্দের সাথে আপনার পছন্দ নাও মিলতে পারে। তাই বলে কি রেগে যাবেন ? উপহারটি অবহেলায় ফেলে রাখবেন? ভুলেও কখনো এমন করবেন না। হতে পারে উপহারটি কমদামী বা ছোট, কিন্তু এতে মিশে আছে আপনার প্রিয় মানুষটির ভালবাসা। উপহারটি আপনার পছন্দ হোক বা না হোক, তার প্রশংসা করতে ভুলবেন না। তার সামনে মিষ্টি করে হাসুন। তাকে বোঝান যে তার দেয়া উপহার আপনার জন্য সেরা উপহার।

৬. তার আত্মবিশ্বাস ও সাহসিকতার প্রশংসা

  • আপনার প্রিয় পুরুষকে জানিয়ে দিন তার প্রচন্ড আত্ববিশ্বাস ও সাহসিকতার জন্যই আপনি তাকে ভালবাসেন। আত্মবিশ্বাস ও সাহসিকতা তার শ্রেষ্ঠ গুণ। আর আপনি তার প্রতি ভরসা রাখতে পারেন।

প্রিয় মানুষের মন জয় করতে অনেক কষ্ট করে দৌড়ঝাপ করে সাত ঘাটের জল এক করার দরকার নেই। বরং আপনার সুন্দর মনের প্রশংসাই পারে তার মনে আপনার প্রতি আবেগ সৃষ্টি করতে, আরো ভালবাসা সৃষ্টি করতে। তাই প্রিয় মানুষের প্রশংসা করুন এবং তার প্রতি আপনার অগাধ বিশ্বাস, ভালোবাসার কথা জানিয়ে দিন।

মডেল : রুমাইয়া রেজা ও লিওন
ফটোগ্রাফি : এস এম রাসেল  favicon5

Sharing is caring!

Leave a Comment