বেরোবিতে ভর্তির সাক্ষাৎকার শুরু আগামীকাল

বেরোবিতে ভর্তির সাক্ষাৎকার শুরু আগামীকাল

সজীব হোসাইন, রংপুর : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সাক্ষাৎকার শুরু হবে আগামীকাল মঙ্গলবার(৫ জানুয়ারি)থেকে; চলবে বৃহস্পতিবার(৭ জানুয়ারি) পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের কর্মকর্তা মোহাম্মদ আলী আজ (৪ জানুয়ারি) দি প্রমিনেন্টকে এ তথ্য জানান। তিনি বলেন, সাক্ষাৎকারে উত্তীর্ণদের তালিকা প্রকাশ করা হবে ১২ জানুয়ারি এবং ভর্তি চলবে আগামী ১৮ এবং ১৯ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত এই সাক্ষাৎকার নেওয়া হবে বলেও জানান তিনি।

মোহাম্মদ আলী আরও জানান, মুক্তিযোদ্ধা কোটা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী, পোষ্য কোটা, হরিজন এবং তৃতীয় লিঙ্গ কোটার সাক্ষাৎকার ১৩ ও ১৪ জানুয়ারী অনুষ্ঠিত হবে। সাক্ষাৎকারে উত্তীর্ণদের তালিকা প্রকাশ করা হবে ২৪ জানুয়ারি এবং ভর্তি চলবে আগামী ৩১ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি।

আসন শুন্য থাকা সাপেক্ষে দ্বিতীয় মেধা তালিকা আগামী ২৪ জানুয়ারী প্রকাশ করা হবে বলেও তিনি জানান।এছাড়া ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.brur.ac.bd) পাওয়া যাবে।

উল্লেখ্য, গত ৬, ৭, ৮ এবং ১০ ডিসেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।favicon5

Sharing is caring!

Leave a Comment