ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠিত

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক : ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৫ম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। আজ (১৩ জানুয়ারি) ঢাকার অদূরে আশুলিয়ায় অবস্থিত বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসে এ সমাবর্তন অনুষ্ঠিত হয়।

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সমার্তন অনুষ্ঠিত

সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আচার্য মো. আব্দুল হামিদ অনিবার্য কারণবসত উপস্থিত থাকতে না পারলেও তাঁর বিশেষ প্রতিনিধি পাঠিয়েছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, ড্যাফোডিল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ইউসুফ এম. ইসলাম, ড্যাফোডিল ইউনিভার্সিটির ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খানসহ প্রমুখ।

পঞ্চমবারের মতো অনুষ্ঠিত এ সমাবর্তনে ৩ হাজার ৬শ ৮৩জন শিক্ষার্থীকে স্নাতক সনদ প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন বিভাগের ১৪জন মেধাবী শিক্ষার্থীকে দেওয়া হয় স্বর্ণপদক।

সমাবর্তন অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার পার্লিস ইউনিভার্সিটির আচার্য টেংকু সৈয়দ ফায়জুদ্দিন ইবনে টেংকু সৈয়দ সিরাজুদ্দিন জামালুল্লাইল।favicon5

Sharing is caring!

Leave a Comment