জাবিতে যাত্রা শুরু ইপিএসের
আসাদুজ্জামান, সাভার : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে প্রথম বারের মত যাত্রা শুরু করল ইকোনমিকস ফটোগ্রাফিক সোসাইটি (ইপিএস)। ১৪ সদস্য বিশিষ্ট এ কমিটিতে ২০১৬ সালের কার্যকরী পরিষদের সভাপতি পদে মনোনীত হয়েছেন অর্থনীতি তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাইমুম সাঈদ এবং সম্পাদক পদে দ্বিতীয় বর্ষের নিয়াজ মোর্শেদ। সম্পাদকের পাঠানো এক বিবৃতি থেকে এ তথ্য জানা যায়।
কমিটিতে অন্যান্যদের মধ্যে রয়েছেন সহ-সভাপতি পদে মো. নাজমুল হাসান খান, সহ-সম্পাদক পদে দিপ কুণ্ড, কোষাধ্যক্ষ পদে আব্দুল্লাহ আল রিয়াদ, যুগ্ম সম্পাদক পদে তৌকির রহিম রিসাত, জাহিদ হাসান, মাসফিকুর রহমান অন্তর, আসিফ ইকবাল, সিয়াম কিবরিয়া, রিফাত আওলাদ এবং কার্যকরী সদস্য পদে মনোনীত হয়েছেন মুনতাসির মামুন, আসিফ তানভীর ও সামিউল ভুঁইয়া।
এছাড়া নবগঠিত এ কমিটির মেন্টর হিসেবে আছেন পাভেল রহমান ও শাহরিক হোসাইন এবং কনসাল্টেন্ট হিসেবে আছেন আসিফ মুস্তাকিম নিলয়, মুজাহিদ আল সাফিদ তন্ময়।
সম্প্রতি ইপিএস নিজেদের তোলা ছবি নিয়ে আযোজন করে দুই দিনব্যাপী প্রথম আন্ত:বিভাগ ছবি প্রদর্শনী। বিশ্ববিদ্যায়ের সমাজবিজ্ঞান ভবনের সামনে তারা এ আয়োজন করে।