টাকার অভাবে ঢাবি অধরা, ধার করে ভর্তি বেরোবিতে

টাকার অভাবে ঢাবি অধরা, ধার করে ভর্তি বেরোবিতে

সজীব হোসাইন, রংপুর : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সুযোগ পেয়েও টাকার অভাবে ভর্তি হতে না পারা মেধাবী শিক্ষার্থী আব্দুল হাকিম অবশেষে টাকা ধার করে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভর্তি হয়েছেন। হাকিম ভর্তি হয়েও যেন খুশি হতে পারছে না, কীভাবে ধার পরিশোধ হবে সেই চিন্তায়।

আব্দুল হাকিম উচ্চমাধ্যমিক পাশের পর নেমেছিলেন বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধে। সে যুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগে ভর্তির সুযোগও হয়েছিল তার (ওই বিভাগের মেধাতালিকায় স্থান ২৫২৬)। কিন্তু ওই সময় অর্থাভাবে পারেননি স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে। এবার নিজ এলাকার বড় ভাইয়ের কাছ থেকে টাকা ধার করে লোকপ্রশাসন বিভাগে আজ (১৮ জানুয়ারি)ভর্তি হয়েছেন। তিনি মেধাতালিকায় ৩১তম স্থান অর্জন করেছেন।

কথা বললে আব্দুল হাকিম দি-প্রমিনেন্টকে জানান, টাকার অভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারিনি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমাদের এলাকার মিরাজুল ভাইয়ের কাছ থেকে টাকা ধার নিয়ে অবশেষে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি।

খোঁজ নিয়ে জানা যায়, মাত্র পাঁচ বছর বয়সে হাকিম হারান তার বাবা মহরম আলীকে। অভাব-অনটনের সংসারে অন্যের বাড়িতে কাজ করে তার মা সখিনা বেগম খাবার জুটিয়েছেন তিন ছেলে আর দুই মেয়ের। ছেলেকে শিক্ষিত করবেন এই আশা নিয়ে সবার ছোট ছেলে আব্দুল হাকিমের লেখাপড়ার খরচ চালিয়েছেন তিনি।

তবে হাকিমের আর্থিক অসচ্ছলতার কথা জেনে ইতোমধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক হাকিমের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন।favicon59

Sharing is caring!

Leave a Comment