ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে চলছে আলোকচিত্র প্রতিযোগিতা
নিউজ ডেস্ক : ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে চলছে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে আলোকচিত্র প্রতিযোগিতা ‘অজন্তা ফ্যাশন বিউটিফুল বাংলাদেশ আলোকচিত্র প্রতিযোগিতা-২০১৬’। গতকাল (২৪ জানুয়ারি)বিশ্ববিদ্যালয়টির ধানমন্ডি ক্যাম্পাসে তিন দিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ ও গণমাধ্যম প্রতিষ্ঠান ছায়াবাণীর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতা শেষ হবে ২৬ জানুয়ারি। প্রতিযোগিতায় বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শখের আলোকচিত্রীরা অংশ নিয়েছেন। আয়োজকরা জানান, প্রতিযোগিতায় অংশ নেওয়া ছবিগুলোর মধ্য থেকে সেরা তিনজনকে পুরষ্কৃত করা হবে। প্রথম সেরা প্রতিযোগী পাবেন ৩০ হাজার টাকা, দ্বিতীয় সেরা ২০ হাজার টাকা এবং তৃতীয় সেরা প্রতিযোগী পাবেন ১০ হাজার টাকা।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান অপরূপ চৌধুরী, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. সবুর খান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ইউসুফ এম. ইসলাম, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রধান মাহবুব পারভেজ, অজন্তা ফ্যাশনের প্রধান নির্বাহী অজন্তা পাল এবং ছায়াবাণীর পরিচালক আরিফ রাসেল।