জাবিতে পাখি মেলা ফেব্রুয়ারি ৫
আসাদুজ্জামান, সাভার : পাখি সংরক্ষণে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘পাখ-পাখালি দেশের রত্ন, আসুন করি সবাই যত্ন’ এ শ্লোগানকে ধারণ করে আগামী ৫ ফেব্রুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে ১৪ তম ‘পাখি মেলা ২০১৬’।
মেলার আহ্বায়ক ও প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. কামরুল হাসান দ্যা প্রমিনেন্টডটকমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ১৪তম পাখি মেলার উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। এ সময় অধ্যাপক সাজেদা বেগম কর্তৃক লিখিত ‘‘বার্ডস অব জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ক্যাম্পাস’’ নামক বইয়ের মোড়ক উন্মোচন করা হবে।’
বছরব্যাপী পাখির ওউপর গবেষণার নতুন অধ্যায় রচনা এবং সংরক্ষণে ভূমিকা রাখার জন্য দেশের ভিতর থেকে তিনজনকে ‘বিগ বার্ড’ পুরষ্কারে ভূষিত করা হবে বলে জানান তিনি।
প্রতি বছরের ন্যায় এবারও দিনব্যাপী মেলায় থাকছে আন্ত:বিশ্ববিদ্যালয় পাখি দেখা প্রতিযোগিতা, পাখির আলোকচিত্র ও পত্র-পত্রিকা প্রদর্শনী, শিশু-কিশোরদের জন্য পাখির ছবি আঁকা প্রতিযোগিতা, টেলিস্কোপে শিশু-কিশোরদের পাখি পর্যবেক্ষণ, অডিও ভিডিওর মাধ্যমে আন্ত:বিশ্ববিদ্যালয় পাখি দেখা প্রতিযোগিতা ও পাখি বিষয়ক কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান।
উল্লেখ্য, পাখি সংরক্ষণে গণ-সচেতনতা তৈরির লক্ষ্যে ২০০১ সাল থেকে ক্যাম্পাসে ধারাবাহিকভাবে পাখি মেলার আয়োজন করে আসছে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ ও ওয়াইল্ড লাইফ রেসকিউ সেন্টার।