বাঁধন জাবি ইউনিটের এক যুগপূর্তি উদযাপন
আসাদুজ্জামান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: ‘যুগান্তে আমি যুগস্রষ্টা, বাঁধন বাঁধিব স্বপ্নদ্রষ্টা’-শ্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছায় রক্তদানের সংগঠন ‘বাঁধন’ এর যুগপূর্তি ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২৯ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্টে অবস্থিত বাঁধন কার্যালয়ে যুগপূতির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। অনুষ্ঠানে জোনের সভাপতি হিসেবে মো. বিপ্লব হোসাইন ও মো. মর্শিদুল ইসলাম শিমুলকে সাধারণ সম্পাদক করে ১৪ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।
এ সময় উপাচার্য় অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, ‘বাঁধন ছাত্র-ছাত্রীদের পরিচালিত সম্পূর্ণ অরাজনৈতিক, অসাম্প্রদায়িক একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন যার লক্ষ্য ও উদ্দেশ্য রক্তদানসহ প্রতিটি মানুষকে স্বেচ্ছায় রক্তদানে উদ্ধুদ্ধকরণ ও উৎসাহ প্রদান করা। বাঁধন যে কাজ করে যাচ্ছে তা অবশ্যই প্রশংসার দাবিদার। ‘
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আতাবুল ইসলাম নয়ন, নুরুল হুদা লিপু, সহ-সাধারণ সম্পাদক মৌসুমী, সাংগঠনিক সম্পাদক জানে আলম, কোষাধ্যক্ষ মারুফা জাহান, দপ্তর সম্পাদক আল-ইমরান আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুনিয়া আক্তার লতা, তথ্য ও শিক্ষা সম্পাদক তাসলিমা আক্তার টুম্পা, কেন্দ্রীয় প্রতিনিধি মো. ওয়াসিম আকরাম, এ্যানি শারমিন, নির্বাহী সদস্য পলাশ বিশ্বাস।
উদ্বোধন শেষে একটি র্যালি বের হয়ে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে অমর একুশের পাদদেশে এসে শেষ হয়। র্যালিতে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রাধ্যক্ষ মোহাম্মদ আলমগীর কবীর, শহীদ সালাম-বরকত হল প্রাধ্যক্ষ কবিরুল বাশার, বাঁধন জাবি জোনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশ্ববিদ্যালয়ে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের প্রভাষক সুব্রত বণিক, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আহমেদ চৌধুরী, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহমুদুল হাসানসহ বাঁধন জোনের সাবেক ও বর্তমান প্রায় শতাধিক কর্মী নেন।