জমকালো আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নিউজ ডেস্ক : জমকালো আয়োজনের মধ্য দিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। আজ (৩০ জানুয়ারি)বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাস আশুলিয়ায় দিনব্যাপী এ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান পালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক।
প্রধান অতিথির বক্তব্যে আনিসুল হক বলেন, ‘মানুষ স্বপ্নের সমান বড়, কখনো কখনো স্বপ্নের চেয়েও বড়। মানুষ মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত স্বপ্ন দেখে, আর তোমাদের জীবনে স্বপ্ন দেখাটা কেবল শুরু। জীবনে বড় হতে হলে স্বপ্ন দেখতে হবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান। তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘বিশ্বের নামিদামি বিশ্ববিদ্যালয়ের সাথে শিক্ষা বিনিময়ের মাধ্যমে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্বমানের শিক্ষা লাভ করবে এবং আন্তর্জাতিক চাকরি বাজারে নিজেদের শিক্ষার মান যাচাইয়ের সুযোগ পাবে। আগামী ৫ বছরের মধ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি হবে বাংলাদেশের সবচেয়ে বড় উচ্চশিক্ষা প্রতিষ্ঠান।’
তিনি আরও বলেন, ‘এ বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীই ইতোমধ্যে স্বনামধন্য প্রতিষ্ঠানে উচ্চপদস্থ কর্মকর্তাসহ কর্মসংস্থানের সুযোগ পেয়েছে। ডিআইইউ এলামনাইদের মধ্যে এ পর্যন্ত ৭০০ জন উদ্যেক্তা হয়েছেন যারা ইতোমধ্যে ৫ হাজারের বেশি লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। তিনি শিক্ষার্থীদের চাকরি না খুঁজে উদ্যেক্তা হওয়ার পরামর্শ দেন। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ এম ইসলাম, কোষাধক্ষ্য হামিদুল হক খান, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক এস এম মাহাবুবুল হক মজুমদার, বাণিজ্য ও অর্থনীতি অনুষদের ডীন অধ্যাপক রফিকুল ইসলাম, প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক এম সামছুল আলম, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক এ এম এম হামিদুর রহমান প্রমুখ।