জাবিতে দরিদ্র মেধাবীদের জন্য বৃত্তি চালু
আসাদুজ্জামান : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগে ‘মুজিবুর রহমান-দিলারা রহমান ট্রাস্ট ফান্ড’ নামে বিভাগের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য একটি বৃত্তি চালু করা হয়েছে। মুজিবুর রহমান ও দিলারা রহমানের যুক্তরাষ্ট্র প্রবাসী পুত্র মুহিত রহমান আজ (৩১ জানুয়ারি) উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের কাছে ট্রাস্ট ফান্ডের জন্য ৫০ লাখ টাকার চেক হস্তান্তর করেন।
উপাচার্য কার্যালয়ে বেলা এগারো টার দিকে এ চেক হস্তান্তর করা হয়। এ সময় অন্যান্যদর মধ্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের, নিবন্ধক আবু বকর সিদ্দিক, সরকার ও রাজনীতি বিভাগের সভাপতি বশির আহমেদ, অধ্যাপক ড. আবদুল লতিফ মাসুম, আ স ম ফিরোজ-উল-হাসান, কামরুল হাসান, সরকার ও রাজনীতি বিভাগের প্রাক্তন ছাত্র এডিবির কর্মকর্তা জাহিদ মাহাদী প্রমুখ উপস্থিত ছিলেন।
চেক হস্তান্তরের সময় মুহিত রহমান বলেন, প্রাথমিকভাবে সরকার ও রাজনীতি বিভাগের ১৮ জন দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীকে এ ট্রাস্ট ফান্ড থেকে মাসিক বৃত্তি দেয়া হবে। ভবিষ্যতে ফান্ডের মূলধন আরো বৃদ্ধি করা হবে। উপাচার্য ট্রাস্ট ফান্ড খোলার জন্য এগিয়ে আসায় মুহিত রহমানকে আন্তরিক ধন্যবাদ জানান এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।