ড্যাফোডিলে গবেষণা প্রবন্ধ প্রকাশ অনুষ্ঠিত
নিউজ ডেস্ক : ‘বাংলাদেশের পর্যটন ভাবনা : বিদেশি পর্যটদের ওপর পরিচালিত সমীক্ষা’ শীর্ষক গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। বিশ্ববিদ্যালয়টির ধানমন্ডি ক্যাম্পাসে আজ (৯ ফেব্রুয়ারি) এ প্রবন্ধ উপস্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিক হয়। অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ বৈদেশিক বাণিজ্য সংস্থা (বিএফটিআই), ঢাকা বিশ্ববিদ্যালয় ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
গবেষণা প্রবন্ধে বাংলাদেশের পর্যটন শিল্প সম্পর্কে বাংলাদেশে ঘুরতে আসা বিদেশি পর্যটকদের মনোভাব তুলে ধরা হয়েছে। পাশাপাশি পর্যটকদের মনোভাব বিশ্লেষণ করে কিছু সমস্যা নিরূপণ করা হয়েছে এবং সমস্যা সমাধানে কিছু সুপারিশও করা হয়েছে।
প্রবন্ধ উপস্থাপন অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের বোর্ড আব ট্রাস্টির চেয়ারম্যান মো. সবুর খান, বিএফটিআইয়ের প্রধান পরিচালন কর্মকর্তা আলী আহমেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সরকার আহমেদ।