শুরু হলো ডিআইএ আইসিটি ফেষ্ট ২০১৬
নিউজ ডেস্ক : ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমির প্রোগ্রামিং ক্লাবের আয়োজনে ডিআইএ আইসিটি ফেষ্ট ২০১৬ উদ্বোধন করা হয়েছে। গতকাল (১৩ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এ আয়োজনের মধ্যে ছিল প্রোগ্রামিং ও নেটওয়ার্কিং কর্মশালা, সফটওয়্যার প্রজেক্ট প্রদর্শনী, প্রোগ্রামিং ও কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী। আইসিটি ফেস্টে ২৫০ জন প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগীরা ১৬ টি সফটওয়্যার প্রজেক্ট উপস্থাপন করেন।
ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান মো. সবুর খান প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে ডিআইএ আইসিটি ফেষ্ট ২০১৬ উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআইএ প্রোগ্রামিং ক্লাবের সভাপতি জাকারিয়া মো. জাকির।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমির নির্বাহী পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান, ডেপুটি একাডেমিক ডিরেক্টর মো. সরোয়ার হোসেন মোল্লা, উপ পরিচালক মো. শাহ নেওয়াজ মজুমদার প্রমুখ।
আইসিটি ফেস্টে মেন্টরের দায়িত্ব পালন করেন ডিআইএ জ্যেষ্ঠ প্রভাষক কাজী সংহতী সৌহার্দ্য হক ও প্রভাষক মো. আজিজুর রহমান।