গলফ দেখে গর্বিত ড্যাফোডিলের শিক্ষার্থীরা

গলফ দেখে গর্বিত ড্যাফোডিলের শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক : বাংলায় একটি কঠিন শব্দ আছে-চক্ষু কর্ণের বিবাদভঞ্জণ! এতদিন শব্দটি বইয়ের পাতাতেই পড়েছে রিয়াদ, মেহেদী ও তারেকুলরা। কিন্তু আজ সত্যিই সত্যিই তাদের চক্ষু-কর্ণের বিবাদভঞ্জণ হবে তা কে জানত! হ্যাঁ, এতদিন যে গলফ খেলা টেলিভিশনের পর্দায় দেখেছেন সেই খেলাই সরাসরি দেখার সুযোগ পেয়েছেন তাঁরা। যে সিদ্দিকুর রহমানকে টিভির পর্দায় দেখতেন এতদিন সেই সিদ্দিকুরই একদম চোখের সামনে খেলছেন! কী অবিশ্বাস্য! এর নামই তো চক্ষু-কর্ণের বিবাদভঞ্জণ!

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী রিয়াদ-মেহেদী-তারেকুলদের জীবনে এমন অবিশ্বাস্য ঘটনা ঘটেছে গত শুক্রবারে (১২ ফেব্রুয়ারি)। ওই দিন ঢাকার অদূরে কুর্মিটোলা গলফ ক্লাবে চলছিল ‘এশিয়ান ট্যুর দ্বিতীয় বসুন্ধরা বাংলাদেশ ওপেন-২০১৬’ প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন এশিয়া, আফ্রিকা ইউরোপ ও আমেরিকার থেকে আসা ২৩০জন বিখ্যাত গলফার। এদের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছিলেন বাংলাদেশের ৩০জন খ্যাতিমান গলফার।

এতজন গলফ তারকাকে একসঙ্গে দেখতে পারাটা সত্যিই সৌভাগ্য মনে করছেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীরা। যেমন সিএসই বিভাগের শিক্ষার্থী রিয়াদ উদ্দীন বলছিলেন, ‘বিশ্বসেরা গলফারদের খেলা সরাসরি দেখছি, বিশ্বাসই হচ্ছে না। মনে হচ্ছে স্বপ্ন দেখছি!’

ট্রিপল ই বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান বলছিলেন, ‘সরাসরি গলফ খেলা দেখতে পারা আমার জন্য সত্যিই এক অসাধারণ অভিজ্ঞতা। আমি মনে করি একজন ভালো গলফার হওয়ার জন্য এই অভিজ্ঞতা আমাকে অনুপ্রাণিত করবে।’

অপরদিকে বিবিএর শিক্ষার্থী তারেকুল ইসলাম সবুজ বলেন, ‘সিদ্দিকুর ও সোহেলের মতো বিশ্বখ্যাত গলফারের খেলা আমি সরাসরি দেখেছি। এতে আমার আত্মবিশ্বাস কয়েকগুণ বেড়ে গেছে।’

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জীবনে এমন বিরল সৌভাগ্য এনে দিয়েছেন মেজর (অব) আরমান আলী ভুঁইয়া, মো. আব্দুল্লাহ আল মামুন বাদশাহ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রশাসনিক কর্মকর্তা নেয়ামত উল্লাহ।শিক্ষার্থীদের গলফ পরিদর্শনের সমন্বয়ক ছিলেন তাঁরাই।

উল্লেখ্য, গলফের এই আন্তর্জাতিক টুর্নামেন্টটি শুরু হয়েছিল গত ১০ ফেব্রুয়ারি এবং শেষ হয়েছে ১৩ ফেব্রুয়ারি। টুর্নামেন্টটির আয়োজক ছিল কুর্মিটোলা গলফ ক্লাব ও বসুন্ধরা গ্রুপ।favicon59

Sharing is caring!

Leave a Comment