ইবিতে ছাত্রদল কর্মীকে পেটাল ছাত্রলীগ

ইবিতে ছাত্রদল কর্মীকে পেটাল ছাত্রলীগ

শাহজাহান নবীন, কুষ্টিয়া : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সবুজ হোসেন নামের এক শিক্ষার্থীকে বেধড়ক মারধর করেছে ছাত্রলীগের কর্মীরা। সোমবার বেলা  ১১ টায় অনুষদ ভবনের সামনে এঘটনা ঘটে। গুরুত্বর আহত অবস্থায় ওই ছাত্রকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়। আহত সবুজ হোসেন বাংলা বিভাগের ২০১২-২০১৩ শিক্ষাবর্ষের ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বেলা ১১টায় অনুষদ ভবনের সামনে ছাত্রলীগের সাধারণ সম্পাদক অমিত কুমার দাসের নির্দেশে একই বিভাগের গোলাম মোস্তফা, ইংরেজি বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান, রেজভী আহমদ পাপনসহ ছাত্রলীগের ১০/১২ জন কর্মী সবুজকে মারধর করে। উপর্যুপুরি কিল-ঘুষি, লাথির আঘাতে সবুজ মাটিতে লুটিয়ে পড়ে। পরে শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে ইবি চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

এ ব্যাপারে ইবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অমিত কুমার দাশ জানান-‘বঙ্গবন্ধুকে নিয়ে কুটুক্তি করায় সবুজের উপর আমাদের কয়েকজন কর্মী চড়াও হয়। এছাড়া সবুজ ছাত্রদল কর্মী পরিচয় দিয়ে আস্ফালন দেখাচ্ছিল।’

তবে ছাত্রলীগ ও আহত সবুজের বন্ধুদের একটি সূত্র জানায়, প্রেম ঘটিত কারণে সবুজের সাথে গোলাম মোস্তফার বিরোধ চলছিল। এমনকি গোলাম মোস্তফা তার সহপাঠী সবুজকে নানাভাবে হুমকি দিচ্ছিলেন বলেও ছাত্রলীগের একটি অংশ জানিয়েছে। প্রেম ঘটিত বিষয়ের বিরোধকে রাজনৈতিক ইস্যূ বানিয়ে সবুজকে মারধর করে গোলাম মোস্তফা ও তার বন্ধুরা।

এ ব্যাপারে ছাত্রদলের সভাপতি ওমর ফারুক বলেন-‘ক্যাম্পাসে ক্লাস করতে গিয়ে একজন ছাত্রকে মারধরের ঘটনা রীতিমত লজ্জাজনক ব্যাপার। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এসব ঘটনার  বিচার দাবি করছি।’

বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম বলেন-‘ওই ছাত্র বঙ্গবন্ধুকে কুটুক্তি করেছিল বলে আমি শুনেছি। তবে কী ধরণের কুটুক্তি করেছে তা আমি শুনিনি।’favicon594

Sharing is caring!

Leave a Comment