দুর্নীতি বন্ধে ভূমিকা রাখতে নারীর প্রতি আহ্বান
সজীব হোসাইন, রংপুর : দুর্নীতি বন্ধে ভূমিকা রাখতে নারীর প্রতি আহ্বান জানিয়েছেন সব্যসাচী কবি সৈয়দ শামসুল হক। তিনি বলেছেন, দুর্নীতি রোধে নারীরা অবদান রাখতে পারে। অবৈধ সম্পদ ঘরে আনতে না দিলে পুরুষের দুর্নীতি বন্ধ হয়ে আসবে। তাই নারীদেরকে নিজেদের অধিকার রক্ষা এবং সমাজে তাঁদের অবদান রাখতে আরো সচেতন হতে হবে।
আজ (৮ মার্চ) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আন্তর্জাতিক নারী দিবস ও রোকেয়া স্মরণ অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। এ সময় প্রথিতযশা এ কবি আরও বলেন, রোকেয়া চর্চার মাধ্যমে নারীর প্রকৃত দিক নির্দেশনা পাওয়া যাবে। তিনি সকলকে রোকেয়া চর্চা ও গবেষণার প্রতি গুরুত্ব দেওয়ারও আহবান জানান।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবীর সভাপতিত্বে স্বাধীনতা স্মারক প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনায় সভায় এভারেস্ট জয়ের মতো কঠিন জয়ে নারীদের সাফল্যের কথা উল্লেখ করে বিশিষ্ট শিক্ষাবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন, এদেশের নারীরা ঘর গোছানো থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত সবই পারে। পরিবারে নারী ও পুরুষ উভয়ের অংশগ্রহণ নিশ্চিত করতে নারীদেরকেই ঘুরে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সাইদুল হক, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. তাজুল ইসলাম, কলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. নাজমুল হক এবং উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান হুমায়ুন কবীর। পরে অতিথিদেরকে উত্তরীয় ও সম্মননা স্মারক প্রদান করা হয়।
দিনব্যাপী এ আয়োজনে সকাল ১০টায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় এবং বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।