বেরোবি দিবস পালিত

বেরোবি দিবস পালিত

  • ক্যাম্পাস ডেস্ক

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বুধবার পালিত হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) দিবস। ১২ অক্টোবর নবম বছরে পা রেখেছে উত্তরবঙ্গের রংপুরে অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠানটি। পবিত্র মহরমের ছুটির কারণ ১২ অক্টোবর বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় আজ নানা আয়োজনে দিনটি পালিত হয়েছে।

বুধবার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্ক মোড় ঘুরে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়। এতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা ব্যানার-ফেস্টুন, বাদ্যযন্ত্র  নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন।

পরে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক ভাস্কর্যে বেলা ১১টার দিকে পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধন শেষে সকাল সোয়া ১১টার দিকে স্বাধীনতা স্মারক ভাস্কর্য চত্বরে আলোচনা সভা হয়। সভায় প্রধান অতিথি অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী বলেন, সীমাবদ্ধতা অতিক্রম করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে একটি মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা চলছে। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে বিশ্ববিদ্যালয়কে উচ্চ আসনে নিয়ে যাওয়া হবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. নাজমুল হকের সভাপতিত্বে দেশের খ্যাতনামা প্রজনন ও শিশু-স্বাস্থ্য বিশেষজ্ঞ ড. হালিদা হানুম আখতার, প্রথিতযশা সঙ্গীতশিল্পী রথীন্দ্রনাথ রায়, কলা অনুষদের ডিন ড. সাইদুল হক, বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. তাজুল ইসলাম, বিজনেজ স্টাডিজ অনুষদের ডিন মো. ফেরদৌস রহমান এবং উপাচার্যের সহধর্মিণী মিসেস গুলনাহার নবী প্রমুখ বক্তব্য দেন।

এদিকে বিকেলে স্বাধীনতা স্মারক ভাস্কর্য চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। favicon59-4

Sharing is caring!

Leave a Comment