ড্যাফোডিলে অনুপ্রেরণাদায়ী কর্মশালা : ইউ বর্ন টু সাকসীড
নিউজ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যারিয়ার ডেভেলপম্যান্ট সেন্টার (সিডিসি) এবং ডিরেক্টর অব স্টুডেন্ট অ্যাফেয়ার্স (ডিএসএ) এর যৌথ আয়োজনে “ইউ বর্ন টু সাকসীড” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল (০৮ মার্চ) বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউছুফ এম. ইসলাম। সেমিনারটি পরিচালনা করেন কানাডিয়ান মনস্তাত্বিক প্রশিক্ষক ও অনুপ্রেরণাদায়ী বক্তা আলী খান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্যারিয়ার ডেভেলপম্যান্ট সেন্টার (সিডিসি) এর পরিচালক সৈয়দ মারুফ রেজা এবং ডিরেক্টর অব স্টুডেন্ট অ্যাফেয়ার্স (ডিএসএ) এর পরিচালক সৈয়দ মিজানুর রহমান।
উপাচার্য অধ্যাপক ড. ইউছুফ এম. ইসলাম তার বক্তব্যে মানবিকতা ও মানবিক গুনাবলীর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বিশেষ করে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের নৈতিকতা গঠনের উপর জোর দেন।
জনাব আলী খান বলেন, সমাজের প্রতিটি মানুষই গুরুত্বপূর্ণ এবং তারা চাইলে সমাজে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করতে পারে। তিনি আরও বলেন আমাদের মধ্যে অনেকেরই মানসিক বৈশিষ্ট্য বা গুনবলীর উপর নিয়ন্ত্রন থাকে না। যার ফলশ্রুতিতে বিশাদ বেদনা বা শূন্যতার সৃষ্টি হয়। সৃষ্টির সেরা জীব হিসেবে অবশ্যই আমাদের উত্তম মানবিক গুনাবলীর অধিকারী হওয়া বাঞ্চনীয়।
সেমিনারে সিডিসির উদ্যোগে ছাত্রীদের জন্য “পিংক পেশন” নামে একটি আলাদা প্ল্যাটফর্ম তৈরী করা হয়। ধানমন্ডি, উত্তরা এবং আশুলিয়া ক্যাম্পাসের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতি অনুষ্ঠানকে আরও প্রানবন্ত করে তোলে। প্রায় ৪০০ জন শিক্ষার্থী সেমিনারে অংশগ্রহন করেন।
উল্লেখ্য যে ক্যারিয়ার ডেভেলপম্যান্ট সেন্টার (সিডিসি) এবং ডিরেক্টর অব স্টুডেন্ট অ্যাফেয়ার্স (ডিএসএ) তাদের নিয়মীত কার্যক্রমের অংশ হিসেবে প্রতিনিয়ত এ ধরনের যুগোপযোগী সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে। অনুষ্ঠানের শেষ অংশে সিডিসি, ডিএসএ এবং আলী খান পিক পার্ফমেন্স এর মধ্যে একটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।