বিজ্ঞান উৎসবের রেজিস্ট্রেশন চলছে

বিজ্ঞান উৎসবের রেজিস্ট্রেশন চলছে

  • মো. সাইফ

বিজ্ঞান-ভিত্তিক নানা আয়োজন নিয়ে শুরু হতে যাচ্ছে বিজ্ঞান উৎসব। ঢাকা ইউনিভার্সিটি সায়েন্স সোসাইটি দ্বিতীয়বারের মতো এই বিজ্ঞান উৎসবের আয়োজন করেছে।

১৭ই মার্চ উদ্ভোধনী দিনের ভেন্যু এফ মুজিবর রহমান গণিত ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ১৮ মার্চ এর ভেন্যু হচ্ছে কার্জন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। দুই দিনব্যাপী হতে যাওয়া বিজ্ঞান উৎসবে থাকবে বিজ্ঞান কুইজ, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, গণিত প্রতিযোগিতা। আরো থাকবে রুবিক্স কিউব কম্পিটিশন, বিজ্ঞান অনুপ্রাণিত ছবি আঁকার প্রতিযোগিতা, রোবট রেস, মজার বিজ্ঞান প্রদর্শনী। বিজ্ঞান বিষয়ক সেমিনার এবং অন্যান্য আকর্ষনীয় আয়োজন থাকবে বলেও জানিয়েছে আয়োজক দল।

প্রতিযোগিতাগুলো এমনভাবে সাজানো হয়েছে উৎসবকে কেন্দ্র করে যেখানে রয়েছে সব বয়সীদের অংশগ্রহণ করার সুযোগ। মজার বিজ্ঞান, সেমিনার, কুইজ প্রদর্শনী ইত্যাদিতে অংশগ্রহনের সুযোগ থাকবে সবার জন্য উন্মুক্ত। অন্যান্য প্রতিযোগিতায় অংশ নেবে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

অংশগ্রহণ করতে চাইলে রেজিস্ট্রেশন করতে হবে। অনলাইন রেজিস্ট্রেশনের জন্য ব্যবহার করতে হবে নিচের লিংকগুলো:

কুইজ প্রতিযোগিতা : http://goo.gl/forms/0tyAJeoTs8

অন্যান্য প্রতিযোগিতা : http://goo.gl/forms/5zTCkmLdd2

অংশগ্রহন ফি ১০০ টাকা তবে কুইজের দলীয়ভাবে ৩০০ টাকা দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এছাড়া মজার বিজ্ঞান প্রদর্শনী, বিজ্ঞান সেমিনার ও বৈজ্ঞানিক কল্পকাহিনী প্রতিযোগিতায় কোনো রেজিস্ট্রেশনের দরকার হবে না বলে জানিয়েছেন আয়োজকরা।

উল্লেখ্য রুবিক্স কিউব প্রতিযোগিতায় প্রাথমিক বাছাইয়ের পর ১০ জন কিউবারকে সুযোগ দেওয়া হবে মূল প্রতিযোগিতায় এবং বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখা প্রতিযোগিতায়। ১৫ই মার্চের মধ্যে লেখা জমা দিতে হবে science.duss@gmail.com এই ঠিকানায়। সেরা তিনটি লেখা ছাপা হবে স্যুভেনির ম্যাগাজিনে।

বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে ১৮ মার্চ বিকেলে এবং অংশগ্রহনকারী প্রত্যেককে সনদ প্রদান করা হবে।favicon59

Sharing is caring!

Leave a Comment