জাবিতে র্যাগিং বন্ধে ১৩ দফা
- মো. আসাদুজ্জামান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে র্যাগিং বন্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ১৩ দফা দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চ। আজ (১৫ মার্চ) বিকালে নতুন কলা ভবনের শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি ইমরান নাদিম বলেন, গত ১২ মার্চ নতুন শিক্ষার্থীদের ক্লাস শুরু হওয়ার পর থেকে অন্যান্য বারের মতো এবারও র্যাগিংয়ের শিকার হচ্ছেন শিক্ষার্থীরা। সে জন্য আমরা নানাভাবে প্রশাসনকে সতর্ক করতে চেয়েছি, কিন্তু প্রশাসন তা কর্ণপাত না করে র্যাগিংয়ের বিরুদ্ধে কোনো ব্যাবস্থা নিচ্ছেন না।
এ সময় শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চ আহব্বায়ক সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক নাসিম আখতার হোসাইন বলেন, ‘র্যাগিংয়ের ভয়ে অনেকে বিশ্বাবদ্যালয় ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে। একটি বিশ্ববিদ্যালয়ের জন্য কখনই এটি ভালো খবর নয়।’
অন্যন্য বিশ্ববিদ্যালয়ে র্যাগিংয়ের ঘটনাকে উল্লেখ করে তিনি বলেন, ধর্ষণবিরোধী আন্দোলনের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে আমরাই প্রথম র্যাগিংমুক্ত করবো। আর এটি সম্ভব হবে তখনই, যখন বিশ্ববিদ্যালয়ের সকলেই সহযোগিতা করবে।’
এর আগে সোমবার তারা একই ব্যানারে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে র্যাগিংয়ের প্রতিবাদে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চ আহ্বায়ক অধ্যাপক নাসিম আখতার হোসাইন, অধ্যাপক এ এ মামুন, অধ্যাপক শামীমা সুলতানা, অধ্যাপক আবেদা সুলতানা, অধ্যাপক আনোয়ারুল্লাহ ভূঁইয়া, সহযোগী অধ্যাপক রায়হান রাইন ও সাংস্কৃতিক জোটের সভাপতি জুবায়ের টিপু প্রমুখ।