আগামীকাল সাকা-মুজাহিদের রিভিউ শুনানি

আগামীকাল সাকা-মুজাহিদের রিভিউ শুনানি

নিউজ ডেস্ক: মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াতে ইসলামীর নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের রিভিউ আবেদনের শুনানি হবে আগামীকাল মঙ্গলবার। বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে শুনানি অনুষ্ঠিত হবে।

সাকা-মুজাহিদের আইনজীবীদের সময় চেয়ে আবেদনের করার পরিপ্রেক্ষিতে গত ২ নভেম্বর পরিবর্তে ১৭ নভেম্বর শুনানির দিন ধার্য করেন আদালত। গত ৩০ সেপ্টেম্বর আপিল বিভাগ এ দুজনের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন। নিয়ম অনুযায়ী রায় প্রকাশের ১৫ দিনের মধ্যে রিভিউ আবেদন করতে হয়। রায় পুনর্বিবেচনার জন্য নির্দিষ্ট সময় শেষ হয়ে যাওয়ার একদিন আগেই আবেদন করেন সাকা চৌধুরী ও মুজাহিদ। নিয়ম অনুযায়ী আবেদন খারিজ হয়ে গেলে তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করতে আর কোনো বাধা থাকবে না।

এর আগ গত ২৯ জুলাই সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মানবতাবিরোধী অপরাধে সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির আদেশ বহাল রাখেন এবং গত ১৬ জুন একই অপরাধে মুজাহিদের ফাঁসির রায় বহাল রাখেন।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় খুন, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুটপাটসহ বিভিন্ন অভিযোগ প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ দেয়। favicon

Sharing is caring!

Leave a Comment