মহাসড়কের পাশে থাকবে না অবৈধ স্থাপনা
নিউজ ডেস্ক : সড়ক দুর্ঘটনা রোধে মহাসড়কের পাশের অননুমোদিত সকল স্থাপনা অপসারণের নির্দেশে দিয়েছেন হাই কোর্ট। সেইসঙ্গে মহাসড়কের পাশে স্থাপনা নির্মাণের অনুমোদন সংক্রান্ত বিধি বাতিলের পদক্ষেপ নিতে সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে।
আজ (০৭ ডিসেম্বর)এ বিষয়ে একটি রিট ও রুলের ওপর শুনানি শেষে বিচারপতি জিনাত আরা ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের হাই কোর্ট বেঞ্চ পাঁচদফা নির্দেশনাসহ এই রায় দেন।
২০১১ সালের ফেব্রুয়ারিতে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি থেকে ফেরার পথে সাংসদ মুক্তাদীর চৌধুরীর গাড়ি বহর দুর্ঘটনায় পড়ে এবং ১১ জনের মৃত্যু হয়।
ওই ঘটনা গণমাধ্যমে এলে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ এই রিট আবেদন করে।

 
	                
	                	
	             
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	