স্কয়ার হাসপাতালকে জরিমানা
নিউজ ডেস্ক : বিভিন্ন অনিয়মের প্রমাণ মেলায় রাজধানীর স্কায়ার হাসপাতাল কর্তৃপক্ষকে দুই লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
আজ (০৯ ডিসেম্বর) দুপুরে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেলাল উদ্দিনের নেতৃত্বে পান্থপথের এই হাসপাতালে অভিযান চালানো হয়।
পরে ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন জানান, হাসপাতালে সার্জিক্যাল সরঞ্জাম বিক্রির লাইসেন্স না থাকা, ব্লাড ব্যাংক, প্যাথলজি সেন্টারসহ বিভিন্ন ইউনিটের লাইসেন্স নবায়ন না করা, অনুমিত ছাড়া নির্ধারিত শয্যার অতিরিক্ত ৬৫টি যুক্ত করা হয়েছে।
এছাড়া আইসিইউসহ স্পর্শকাতর বিভাগের চিকিৎসকদের কাজের অনুমতিপত্রও পাওয়া যায়নি। এসব কারণে হাসপাতাল কর্তৃপক্ষকে জরিমানা করা হয়েছে বলেও জানান তিনি।