খালেদার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
নিউজ ডেস্ক : রাষ্ট্রদ্রোহের মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদকে নিয়ে কটূক্তিকর মন্তব্যের অভিযোগ এনে দায়ের করা মামলার প্রেক্ষিতে আজ (২৭ ডিসেম্বর) দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আতিকুর রহমান এ আদেশ দেন।
এর আগে সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে দণ্ডবিধির ১২৩(ক) ধারায় খালেদা জিয়ার বিরুদ্ধে মামলাটি করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মশিউর মালেক। পরে বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক আতিকুর রহমান ফৌজদারি কার্যবিধির ২০০ ধারা অনুযায়ী জবানবন্দি নেন। এর পর দুপুরে বিচারক মামলাটি আমলে নিয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, চলতি বছরের ২১ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, ‘আজকে বলা হয় এত লাখ শহীদ হয়েছে, এটা নিয়েও অনেক বিতর্ক আছে।’