সেই জুনায়েদ রিমান্ডে
- নিউজ ডেস্ক
রাজধানীর ধানমন্ডি লেকে বন্ধুকে মারধরের ঘটনায় হওয়া মামলায় জুনায়েদ নামের সেই তরুণকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। আজ (৩১ জানুয়ারি)ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে জুনায়েদকে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) নূরুল হক।
শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম খুরশীদ আলম।
এর আগে ২০ মার্চ আইনজীবীর মাধ্যমে বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন জুনায়েদ। আদালত জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মেয়ে বন্ধুকে কটাক্ষ করার অভিযোগে গত ১৩ মার্চ ধানমন্ডি লেকের পাড়ে বন্ধু নুরুল্লাহকে মারধর করেন জুনায়েদ। এ ঘটনা ভিডিও করে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করা হয়। পরের দিন এ ঘটনায় নুরুল্লাহ বাদী হয়ে রাজধানীর ধানমন্ডি থানায় সাইবার আইনে জুনায়েদের বিরুদ্ধে মামলা করেন।