অধ্যাপক আনিসুজ্জামানকে হত্যার হুমকি
নিউজ ডেস্ক: বরেণ্য শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানকে হত্যার হুমকি দিয়ে এসএমএস পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টা ৩৩ মিনিটে তাঁর মুঠোফোনে ০১৭৩৮৭২৫৮১৫ নম্বর থেকে এসএমএস পাঠিয়ে এ হুমকি দেওয়া হয়। ঘটনাটি তিনি গুলশান থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে জানিয়েছেন।
তাঁর মোবাইলে আসা ওই বার্তায় বলা হয়, ‘আপনি কেন রূঢ় ব্লগারদের সমর্থন করছেন, তাদের বক্তব্য কেন তুলে ধরছেন? আপনি কি চাপাতির আঘাতে মৃত্যুর সময় হাঁসফাঁস করতে চান?’
গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) সাদেকের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানায়, হত্যার হুমকি পাওয়ার পর অধ্যাপক আনিসুজ্জামান বিষয়টি ডিএমপির গুলশান উপ-কমিশনার (ডিসি) মো. মোস্তাক আহমেদকে জনান। এরপরেই রাত ৮টা ৫৫ মিনিটে গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) অন্তর্ভুক্ত করা হয়। যার নাম্বার ৬৯৮।
পুলিশ অধ্যাপক আনিসুজ্জামানের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। খুদে বার্তা প্রেরণকারীকে শনাক্ত করতে কাজ করছে পুলিশ।