প্রাথমিক বইয়ের ডিজিটাল সংস্করণ হচ্ছে
নিউজ ডেস্ক: প্রাথমিক স্তরের পাঠ্যপুস্তকের ডিজিটাল সংস্করণ প্রকাশ করে প্রাথমিক শিক্ষাকে আরো একধাপ এগিয়ে নেওয়া হচ্ছে। বর্তমান সরকার শিক্ষাকে আনন্দময় করে তুলতে চান। গতকাল সোমবার রাজধানীতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সভাকক্ষে ‘ডেভেলপিং ইন্টারঅ্যাকটিভ মাল্টিমিডিয়া ডিজিটাল ভার্সন অব প্রাইমারি এডুকেশন কনটেন্ট’ কর্মসূচির আওতায় ‘ডিজিটাল কন্টেন্ট উপস্থাপনা’ অনুষ্ঠানে এই তথ্য জানান আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ।
এ ব্যাপারে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেন, প্রযুক্তির সহায়তায় এ ধরনের কর্মসূচি আমাদের শিক্ষাব্যবস্থাকে এগিয়ে দেবে। শিক্ষার সঙ্গে আনন্দ যোগে বর্তমান সরকার অগ্রণী ভূমিকা পালন করবে।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিটি সচিব শ্যাম সুন্দর সিকদার, প্রাথমিক ও গণশিক্ষা সচিব মেছবাহউল আলম, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর, এনসিটিবির চেয়ারম্যান নারায়ণ চন্দ্র পালসহ অনেকে।
অনুষ্ঠানে আরও জানানো হয়, আইসিটি বিভাগের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। ৪ কোটি ৯৯ লাখ টাকা ব্যয়ে এই কর্মসূচি বাস্তবায়নের মেয়াদকাল ২০১৪ সালের মার্চ থেকে ২০১৬ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত। কর্মসূচি বাস্তবায়নে কারিগরি সহযোগিতা করছে ব্র্যাক ও সেভ দ্য চিলড্রেন।