৬ জানুয়ারি থেকে বিশ্ব ইজতেমার বিশেষ বাস সর্ভিস
নিউজ ডেস্ক : বিশ্ব ইজতেমা উপলক্ষে আগামী ৬ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত বিশেষ বাস সেবা চালু করবে বিআরটিসি। ঢাকা ও ঢাকার বাইরের মুসল্লিদের আসা-যাওয়ার জন্য এই পরিবহন সেবা দেওয়া হবে।
বিআরটিসির উপমহাব্যবস্থাপক খান কামাল উদ্দিন আজ (২৮ ডিসেম্বর) এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বিশ্ব ইজতেমা উপলক্ষে মুসল্লিদের পরিবহন সেবা দিতে এবার ২২৮টি বাস থাকবে। সুষ্ঠুভাবে সেবা নিশ্চিত করার জন্য দুটি নিয়ন্ত্রণকক্ষ খোলা হবে।
ঢাকার অদূরে টঙ্গীতে আগামী ৮-১০ জানুয়ারি প্রথম দফা এবং ১৫-১৭ জানুয়ারি দ্বিতীয় দফায় বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। প্রতি দফার শেষ দিন অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত।