চার দেশের মধ্যে বাস সার্ভিস চালু হচ্ছে

চার দেশের মধ্যে বাস সার্ভিস চালু হচ্ছে

নিউজ ডেস্ক: বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের (বিবিআইএন) মধ্যে শীঘ্রই বাস সার্ভিস চালু হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।

রাজধানীর রমনার নিমতলীতে ‘এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ’ আয়োজিত ‘বাংলাদেশ-ইন্ডিয়া নর্থইস্ট : এক্সপ্লোরিং অপরচুনিটিজ এ্যান্ড মিউচুয়াল ইন্টারেস্ট’ শীর্ষক দুই দিনব্যাপী সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘খুব শীঘ্রই বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের মধ্যে বাস সার্ভিস চালু হতে যাচ্ছে। এরই মধ্যে চারটি দেশের মধ্যে বিবিআইএন চুক্তি সম্পন্ন হয়েছে। বাস চলাচল শুরু হলে চারটি দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভৌগলিক অবস্থানের কারণে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সেতুবন্ধ হিসেবে কাজ করবে।’ তিনি আরো জানান, চলতি বছরের ১৫ জুন ভুটানের রাজধানী থিম্পুতে চুক্তিটি স্বাক্ষরিত হয়। favicon

Sharing is caring!

Leave a Comment