মুক্তিযোদ্ধাদের অবসরের বয়স ৬৫ করার প্রস্তাব

মুক্তিযোদ্ধাদের অবসরের বয়স ৬৫ করার প্রস্তাব

নিউজ ডেস্ক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মুক্তিযোদ্ধাদের সরকারি চাকরি থেকে অবসরের বয়সসীমা ৬৫ বছরে উন্নীত করার রায় বহাল রেখেছেন এবং তা মন্ত্রিসভায় উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।

আজ সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চে এই আদেশ দেন। আদেশের পর আজহার উল্লাহ ভূঁইয়া নামের একজন আইনজীবি গণমাধ্যমকে বলেন, আপিল বিভাগের আদেশের পর মুক্তিযোদ্ধাদের অবসরের বয়সসীমা ৬৫ বছর করার প্রস্তাব মন্ত্রিসভায় উপস্থাপনে আইনগত কোনো বাধা নেই।

চাকরিতে মুক্তিযোদ্ধাদের অবসরের বয়সসীমা বাড়িয়ে ৬৫ বছর করার প্রস্তাব ২০০৬ সালের ১২ জুলাই মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপনের ব্যবস্থা নিতে বলা হয়। কিন্তু তা উপস্থাপিত না হওয়ায় ২০১৩ সালে হাইকোর্টে একটি রিট আবেদন করেন মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন শিকদার এবং পরবর্তীতে আরও ৬৮০ মুক্তিযোদ্ধা তার পক্ষ নেন। সেখানে মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, আইনসচিব, ও জনপ্রশাসন সচিবকে বিবাদী করে মামলা করা হয়। গত ১৪ জানুয়ারি রায়ের অনুলিপি পাওয়ার ৬০ দিনের মধ্যে বিবাদীদের ওই প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে উপস্থাপন করার আদেশ দেন হাইকোর্ট ।

গত ৩ নভেম্বর রাষ্ট্রপক্ষ আপিলের আবেদন করার প্রেক্ষিতে আজ ওই আবেদন নিষ্পত্তি করা হয়। favicon

Sharing is caring!

Leave a Comment