শুরু হচ্ছে বিভাগীয় বইমেলা

শুরু হচ্ছে বিভাগীয় বইমেলা

নিউজ ডেস্ক: ‘পাঠক ও পাঠাভ্যাস বৃদ্ধির মাধ্যমে একটি জ্ঞানভিত্তিক সমাজ গঠন’ এই শ্লোগানকে সামনে রেখে দেশের চারটি বিভাগীয় শহরে আয়োজন করা হচ্ছে বইমেলার। জাতীয় গ্রন্থকেন্দ্র এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির যৌথ উদ্যোগে এই বইমেলারে আয়োজন করা হব। আগামী ২৮ নভেম্বর রাজশাহী কলেজিয়েট স্কুল মাঠে বইমেলার আয়োজনের মাধ্যমে এই আয়োজনের সূচনা হবে।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর আজ বৃহস্পতিবার সংবাদ ব্রিফিংয়ে জানান, মানবিক বোধসম্পন্ন মুক্তচিন্তার মানুষ তৈরির মাধ্যমে একটি অসাম্প্রদায়িক সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ১৭টি অঙ্গপ্রতিষ্ঠানের মাধ্যমে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় বিভিন্ন উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে ২৮ নভেম্বর রাজশাহী কলেজিয়েট স্কুল মাঠে আট দিনব্যাপী বিভাগীয় বইমেলার আয়োজন করা হয়েছে, যা চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত।

তিনি আরো জানান, এ্ই আয়োজন ধারাবাহিকভাবে চলতে থাকবে এবং সে অনুযায়ী দিনাজপুর ১১ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর, চট্টগ্রামে ৩০ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি ২০১৬ ও সিলেটে ১১ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত বইমেলার আয়োজন করা হবে।

উক্ত প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আকতারী মমতাজ, অতিরিক্ত সচিব মো. মশিউর রহমান, অতিরিক্ত সচিব মাহবুবা মশকুর, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সহসভাপতি ও অন্য প্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির নির্বাহী পরিচালক কামরুল হাসান শায়ক, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক (চলতি দায়িত্ব) হোসনে আরা আক্তার প্রমুখ। favicon

Sharing is caring!

Leave a Comment