রেলে যুক্ত হচ্ছে লাল-সবুজ রঙের বগি

রেলে যুক্ত হচ্ছে লাল-সবুজ রঙের বগি

নিউজ ডেস্ক: বাংলাদেশ রেলওয়েতে জাতীয় পতাকার লাল-সবুজ রঙের নতুন বগি যোগ হচ্ছে। আগামী বছরের আগস্ট মাসের মধ্যে এ আয়োজন সম্পন্ন হবে।

আজ শুক্রবার সকালে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে বাংলাদেশ রেলওয়ের আয়োজনে রেল মন্ত্রণালয়ের ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে রক্তদান কর্মসূচি ও রেলওয়ে সেবা সপ্তাহ ২০১৫ উদ্বোধন অনুষ্ঠানে রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেন এই তথ্য জানান।

তিনি বলেন, রেলের যাত্রীদের সেবার মান উন্নয়নের লক্ষে আগামী আগস্ট মাসের মধ্যে ভারত ও ইন্দোনেশিয়া থেকে মোট ২৭০টি বগি আমদানি করে রেলওয়েতে যোগ করা হবে। এই বগিগুলো আমাদের জাতীয় পতাকার রঙে আমরা আমদানি করছি। এছাড়া আমদানি করা বগিগুলো সম্পূর্ণ নতুন ডিজাইনের হবে। আমরা অনেকগুলো নতুন প্রকল্প হাতে নিয়েছি – পুরাতন বগিগুলো পরিবর্তন ও মেরামত, রঙ করাসহ সারা দেশের বিভিন্ন স্থানে নতুন রেলপথ তৈরি করা।

রেলওয়ে সেবা সপ্তাহ ও রক্তদান কর্মসূচি পালন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রেল মন্ত্রাণালয়ের সচিব ফিরোজ সালাউদ্দিনসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। favicon

Sharing is caring!

Leave a Comment