আজ থেকে মনোনয়নপত্র বাছাই শুরু

নিউজ ডেস্ক: পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে সারা দেশের সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা এ প্রক্রিয়া শুরু করেছেন। বাছাই প্রক্রিয়া চলবে রোববার পর্যন্ত।

নির্বাচন কমিশন সূত্র জানায়, তফসিল অনুযায়ী মনোনয়ন যাচাই-বাছাই শনিবার থেকে শুরু হয়েছে। প্রার্থীদের দেওয়া তথ্যে কোনো অসঙ্গতি থাকলে সেই মনোনয়নপত্র বাতিল বিবেচিত হবে। এ ছাড়া কমিশনের শর্ত পূরণ করতে না পারলে ওই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। প্রার্থীরা মনোনয়নপত্রের সঙ্গে যেসব বিবরণ, ব্যাংকের কাগজপত্র, আয়কর বিভাগের টিআইএন নম্বর জমা দিয়েছেন সেগুলো সঠিক কি না তা যাচাই করে দেখা হচ্ছে।

এদিকে নির্বাচনে বড় দুই দলের জন্য বিড়ম্বনা হয়ে দাঁড়িয়েছে বিদ্রোহী প্রার্থী। আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ জানান, কোনো পৌরসভাতেই বিদ্রোহী প্রার্থী থাকবে না। কেউ দলের নিয়ম না মানলে তাকে বহিষ্কার করা হবে। বিএনপির ‍মুখপাত্র আসাদুজ্জামান বলেছেন, বিএনপিতে কোনো প্রার্থী বিদ্রোহী থাকবে না। সবাই দলের নিয়মের প্রতি অনুগত। সময়েই সব ঠিক হয়ে যাবে।

২৩৫টি পৌরসভার নির্বাচনে ১ হাজার ২২৩ মেয়র পদপ্রার্থী, কাউন্সিলর পদপ্রার্থী ৯ হাজার ৭৯৮ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী দুই হাজার ৬৬৮ জন তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। শুক্রবার রাতে নির্বাচন কমিশন এ তথ্য জানায়। প্রার্থীরা ৯ ডিসেম্বর থেকে নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন। প্রার্থীরা চাইলে ১৩ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন।

আগামী ৩০ ডিসেম্বর এসব পৌরসভায় মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারই প্রথম রাজনৈতিক দলের প্রত্যক্ষ সমর্থন ও প্রতীক ব্যবহার করে পৌরসভার মেয়র পদে লড়বেন প্রার্থীরা। favicon

Sharing is caring!

Leave a Comment