ডিস লাইনে আগে দেশি চ্যানেল দেখাতে হবে

ডিস লাইনে আগে দেশি চ্যানেল দেখাতে হবে

নিউজ ডেস্ক : ডিশলাইনে বাংলাদেশি চ্যানেলগুলো আগে দেখাতে হবে, পরে বিদেশি চ্যানেল দেখাতে হবে—এই নির্দেশ না মানলে লাইসেন্স বাতিলসহ শাস্তিমূলক ব্যবস্থা নেবে সরকার। পাশাপাশি প্রতিষ্ঠার ক্রমতালিকা অনুযায়ী দেশের টিভিগুলো টিউন করতে কেবল অপারেটরদের আগামী এক সপ্তাহের মধ্যে তথ্য মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়া হবে।

আজ (০৯ ডিসেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বেসরকারি টিভি মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমাদের আর্থসামাজিক উন্নয়নে দেশের টিভি চ্যানেলগুলো কার্যকর ভূমিকা রাখছে। বাংলাদেশি টিভি চ্যানেল আগে দেখাতে প্রতিষ্ঠার ক্রম অনুযায়ী অপারেটরদের তালিকা দেওয়া হবে। তালিকা অনুযায়ী টিভি টিউন করতে হবে। এ নির্দেশ না মানলে লাইসেন্স বাতিলসহ শাস্তি দেওয়া হবে।’

বিদেশি চ্যানেলে বাংলাদেশি পণ্যের বিজ্ঞাপন যাতে না দেখানো হয়, সে জন্য অ্যাটকো দাবি জানিয়েছে। একই সঙ্গে বাংলাদেশের চ্যানেলগুলো যাতে ভারতে দেখানো হয়, সে জন্য ব্যবস্থা নিতে সরকারকে উদ্যোগ নিতে অনুরোধ করা হয়েছে।

অ্যাটকোর সব দাবি বিবেচনায় নিয়ে এরই মধ্যে সরকার কাজ শুরু করেছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, দেশের শিল্প বিকাশে বর্তমান সরকার আন্তরিক।favicon

Sharing is caring!

Leave a Comment