কোটি কণ্ঠে জাতীয় সংগীত

কোটি কণ্ঠে জাতীয় সংগীত

নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ১৬ ডিসেম্বর বিকেল ৪টা ৩১ মিনিটে সোহরাওয়ার্দী উদ্যান থেকে কোটি কণ্ঠে জাতীয় সংগীতের ডাক দেওয়া হবে। এদিন দেশে-বিদেশে অবস্থানরত বাংলাদেশি মানুষের কোটি কণ্ঠে বাজবে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’।

আজ শুক্রবার দুপুরে শাহবাগ প্রজন্ম চত্বরে এ কর্মসূচি ঘোষণা করেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার। সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, ১৬ ডিসেম্বর বেলা ১১টায় সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় দিবসের অনুষ্ঠানমালার উদ্বোধন হবে। বিকেল সাড়ে ৩টা থেকে ৪টা পর্যন্ত জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা, বিকেল ৪টা ৩১ মিনিটে কোটি কণ্ঠে জাতীয় সংগীতের ডাক।

বিকেল ৪টা ৪০ মিনিটে আগামীর বাংলাদেশের শপথ পাঠ। এরপর বিকেল ৪টা ৪৭ মিনিট থেকে ৫টা ১৫ মিনিট পর্যন্ত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের গান। বিকেল ৫টা ২০ মিনিটে বিজয় আতশ শয্যা এবং বিকেল ৫টা ৪০ মিনিট থেকে রাত ১০টা পর্যন্ত বিজয় দিবসের কনসার্ট অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাত, অভিনেতা হাসান ইমাম প্রমুখ। favicon5

Sharing is caring!

Leave a Comment