আমরাও পারি : প্রধানমন্ত্রী

আমরাও পারি : প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : দেশে বড় কোনও কাজ করতে গেলেই বিদেশিদের কাছে হাত পাততে হবে- এ মানসিকতা থেকে বাংলাদেশের মানুষ বেরিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (১২ ডিসেম্বর) শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু প্রকল্পে নদী শাসন কাজের উদ্বোধনের পর এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের একটা মানসিকতা গড়ে উঠেছিল যে আমাদের দেশে কিছু করতে হলেই অন্যের কাছে হাত পাততে হবে। কিন্তু সে অবস্থা থেকে আমরা বেরিয়ে এসেছি। আজ আমাদের নিজস্ব অর্থায়নেই পদ্মা সেতু হচ্ছে।’ তিনি বলেন, ‘আমি চেয়েছিলাম, আমরা পারি, আমরা তা দেখাব। আজ আমরা সেই দিনটিতে এসে পৌঁছেছি।’

বাঙালি জাতি কখনও কারও কাছে মাথা নত করেনি, করবেও না- একথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘পদ্মা বহুমুখী সেতুর নদী শাসনের কাজ আমরা শুরু করছি। এর সঙ্গে সেতুর মূল নির্মাণ কাজও শুরু হবে। এ সেতু নির্মাণ হলে শুধু আমাদের নিজেদের দেশের নয়, আঞ্চলিক সহযোগিতা ও যোগাযোগ উন্নত হবে এবং বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে।’

এর আগে  শনিবার সকাল সোয়া ১১টার দিকে শরীয়তপুরের জাজিরার নাওডোবায় পদ্মা সেতু প্রকল্পের নদী শাসনের কাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে দুপুর ১টার দিকে তিনি পদ্মা সেতুর মূল পাইলিং কাজের উদ্বোধন করেন। এর মধ্য দিয়ে এর মধ্য দিয়ে শুরু হলো দেশের সবচেয়ে বড় এই সেতু নির্মাণের মূল কাজ।favicon5

Sharing is caring!

Leave a Comment