‘পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে’

‘পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে’

প্রমিনেন্ট প্রতিবেদক : রাজধানীর রায়েরবাজার বধ্যভূমির স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি ও শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যরা। যুদ্ধাপরাধীদের পক্ষ নেওয়ায় পাকিস্তানের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন এবং যুদ্ধাপরাধী দল হিসেবে জামায়াতকে নিষিদ্ধ করার দাবি ছিল তাঁদের কণ্ঠে।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে সাতটা থেকে বধ্যভূমিতে নামে জনতার ঢল। শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যদের নিয়ে গঠিত প্রজন্ম ’৭১-এর সঙ্গে বধ্যভূমির স্মৃতিসৌধে আসেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। পরে আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের প্রতিবাদে একটি মানববন্ধন করে প্রজন্ম’৭১-এর সদস্যরা। সেখানে শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের ছেলে জাহীদ রেজা নূর ও তৌহীদ রেজা নূর, শহীদ ডা. আলীম চৌধুরীর মেয়ে ডা. নূজহাত চৌধুরী, শহীদ সাংবাদিক সেলিনা পারভীনের ছেলে সুমন জাহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বুদ্ধিজীবী স্মৃতিসৌধ চত্বরে মানববন্ধন করে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১। সেখানে ১৯৭১ সালে বাঙালির ওপর পাকিস্তানি বাহিনীর গণহত্যা ও বর্বরতার দায় অস্বীকার করে দেশটির সরকারের দেওয়া সাম্প্রতিক বিবৃতিকে প্রত্যাখ্যান করা হয়।

আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে আসেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদেরসহ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও দীপু মণি, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন প্রমুখ। এছাড়া শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের নেতা-কর্মীদের নিয়ে শ্রদ্ধা জানাতে আসেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি বলেন, ‘পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক রাখা উচিত নয়। ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট আজ অপরাহ্নে বসে পাকিস্তানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক রাখার বিষয়ে পর্যালোচনা করবে।’

আরও শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা সুপ্রিম কমান্ড কাউন্সিল, আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ; বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, শ্যামলী পলিটেকনিক ইনস্টিটিউটসহ মুক্তিযুদ্ধের পক্ষের নানা সংগঠন ও রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। বেলা বাড়ার সঙ্গে লোকে-লোকারণ্য হয়ে যায় স্মৃতিসৌধ এলাকা। ফুলে ফুলে ভরে যায় স্মৃতিসৌধের মূল বেদি।favicon

Sharing is caring!

Leave a Comment