সৌদির সামরিক জোটে বাংলাদেশ

সৌদির সামরিক জোটে বাংলাদেশ

নিউজ ডেস্ক : সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে একটি নতুন সামরিক জোট গঠনের ঘোষণা দিয়েছে সৌদি আরব। এই জোটে আফ্রিকা ও এশিয়ার ৩৪টি দেশ রয়েছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশও।

আজ (১৫ ডিসেম্বর) সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে রাশিয়ার সংবাদ মাধ্যম আরটি এ তথ্য জানিয়েছে। সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে এ  জোটের কার্যক্রম পরিচালিত হবে।

আরটি জানিয়েছে, বাংলাদেশ ছাড়া জোটের সদস্য দেশগুলো হলো- সৌদি আরব, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান, বাহরাইন, বেনিন, তুরস্ক, সাদ, টোগো, তিউনিসিয়া, জিবুতি, সেনেগাল, সুদান, সিয়েরা লিওন, সোমালিয়া, গ্যাবন, গিনি, ফিলিস্তিন, কমোরস, কাতার, আইভরিকোস্ট, কুয়েত, লেবানন, লিবিয়া, মালদ্বীপ, মালি, মালয়েশিয়া, মিসর, মরক্কো, মৌরিতানিয়া, নাইজার, নাইজেরিয়া, ইয়েমেন।

সৌদির সরকারি সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, ইরানকে এই জোটের অন্তর্ভুক্ত করা হয়নি।

সরকারি একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘সন্ত্রাসবাদবিরোধী লড়াইয়ে উল্লিখিত দেশগুলো সৌদি আরবের নেতৃত্বে জোট গঠনের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। রিয়াদ থেকে সামরিক অভিযান সমন্বয় এবং এতে সহায়তা করা হবে।’

সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী যুবরাজ মোহামেদ বিন সালমান বলেছেন, এই জোট ইরাক, সিরিয়া, মিসর আর আফগানিস্তানে সন্ত্রাসী ও চরমপন্থীদের বিরুদ্ধে লড়াই করবে।favicon

Sharing is caring!

Leave a Comment