‘বিষয়টা দেখুন’ সরকারপ্রধানকে ইসির অনুরোধ

‘বিষয়টা দেখুন’ সরকারপ্রধানকে ইসির অনুরোধ

নিউজ ডেস্ক : পৌর নির্বাচনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন না করতে সরকারদলীয় মন্ত্রী, এমপি ও সরকারপ্রধানের প্রতি আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ। আজ (২০ ডিসেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে নির্বাচন কমিশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান।

শাহনেওয়াজ বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে সে যে-ই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যদি কোনো রিটার্নিং অফিসার অনিয়ম দেখা সত্ত্বেও ব্যবস্থা না নেন, সে ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে কমিশন।

নির্বাচন কমিশন সরকার দলের হয়ে কাজ করছে—বিএনপির এমন অভিযোগের উত্তরে কমিশনার বলেন, নির্বাচন কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বাধীনভাবে কাজ করছে। কমিশন কোনো চাপে নেই এবং কারো চাপে নতি স্বীকার করা হবে না বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে শাহনেওয়াজ বলেন, ‘যিনি সরকারপ্রধান আছেন, তাঁকেও আমরা বলব, বিষয়টা দেখার জন্য। আপনাদের মাধ্যমেই জানাচ্ছি যে যাঁরা সরকারি দলে আছেন, তাঁরা যেন অনুগ্রহ করে আমাদের সহযোগিতা করেন, আমাদের অপ্রস্তুত না করেন এবং নিজেরাও যেন অপ্রস্তুত না হন।’

বিএনপির অভিযোগ সম্পর্কে নির্বাচন কমিশনার বলেন, ‘আপনারা নিজেরাও দেখেছেন, আমরা নিরপেক্ষভাবে কাজ করছি। কোনো দল যদি অভিযোগ করে, তা তাদের ব্যক্তিগত ব্যাপার। তারা যেকোনো অভিযোগ করতে পারে।’

আগামী ৩০ ডিসেম্বর সারা দেশে একযোগে ২৩৪টি পৌরসভায় নির্বাচন হতে যাচ্ছে। প্রথমবারের মতো দলীয় প্রতীকে হতে যাওয়া নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বেশ কিছু দল অংশ নিয়েছে।favicon

Sharing is caring!

Leave a Comment