বিসিএস : এবার নিষেধাজ্ঞা ঘড়িতে

বিসিএস : এবার নিষেধাজ্ঞা ঘড়িতে

নিউজ ডেস্ক : আসন্ন ৩৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় সব ধরনের ঘড়ি ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এর আগে ৩৫তম প্রিলিমিনারিতে ক্যালকুলেটর ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছিলে এই প্রতিষ্ঠান।

আজ (৩ ডিসেম্বর) কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। এতে আরও বলা হয়, পরীক্ষার হলে প্রার্থীদের সময় জানতে দেয়াল ঘড়ি রাখা হবে।

যোগাযোগ করা হলে পিএসসির কর্মকর্তা আলমগীর হোসেন জানান, নিষেধ না মেনে এসব নিয়ে কেউ পরীক্ষার হলে ঢুকলে তার প্রার্থীতা বাতিলসহ কমিশনের সব পরীক্ষায় অযোগ্য ঘোষণা করা হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে। তিনি আরও জানান, ঢাকার ১০৭টিসহ দেশের ১৬২টি কেন্দ্রে আগামী ৮ জানুয়ারি ৩৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হবে। সারা দেশের দুই লাখ ১১ হাজার ৩২৬ জন সরকারি চাকরিপ্রত্যাশী এ পরীক্ষায় অংশ নেবেন।

৮ জানুয়ারি সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত প্রিলিমিনারি পরীক্ষা হবে। এই বিসিএসের মাধ্যমে প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার দুই হাজার ১৮০টি পদে লোক নিয়োগ হবে। favicon5

Sharing is caring!

Leave a Comment