পাকিস্তানের সাথে সম্পর্ক ছিন্ন করার আহ্বান

পাকিস্তানের সাথে সম্পর্ক ছিন্ন করার আহ্বান

নিউজ ডেস্ক : পাকিস্তানের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। শুক্রবার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। দীর্ঘদিন পর পাকিস্তান তাদের অপরাধের কথা অস্বীকার করায় তারও তীব্র নিন্দা জানান তিনি।

এ সময় ঢাবি এলাকায় পাকিস্তান দূতাবাদের কোনো সভা সমাবেশ করতে দেওয়া হবে না বলে ঘোষণা দেন তিনি। পাকিস্তানের কু-কীর্তির কথা দেশের তরুণ প্রজন্মকে জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখা মানে দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা।’ আলোচনা সভায় তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন সাধারণ মানুয়ের জন্য । তার জন্ম না হলে আমরা স্বাধীন হতে পারতাম না। নতুন প্রজন্মকে বঙ্গবন্ধু সম্পর্কে এবং তিনি দেশকে কি দিয়েছেন সেই সম্পর্কে জানতে হবে।’

বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ড. এম এ মালেকের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন- প্রফেসর ড. নীলিমা আক্তার , প্রফেসর ড. জিয়া রহমান, প্রফেসর ড. রফিকুল্লাহ খানসহ প্রমুখ। favicon5

Sharing is caring!

Leave a Comment